Home> রাজ্য
Advertisement

Minor Rape: টিউশন থেকে ফিরছিল ১১ বছরের নাবালিকা, তুলে নেয় যুবক, রাস্তার পাশে করমচা বাগানেই তারপর...

অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিস অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

Minor Rape: টিউশন থেকে ফিরছিল ১১ বছরের নাবালিকা, তুলে নেয় যুবক, রাস্তার পাশে করমচা বাগানেই তারপর...

নিজস্ব প্রতিবেদন : বছর এগারোর এক নাবালিকাকে জোর করে 'ধর্ষণে'র অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে।

ভাঙড়ের ২ নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত বেলেদানা এলাকা। ষষ্ঠ শ্রেণিতে পাঠরত ওই নাবালিকা রবিবার বেলেদানা বাজারে একটি কোচিং ক্লাসে পড়তে গিয়েছিল। টিউশন পড়ে সাইকেল চড়ে  বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময়ই বেলেদানা থেকে কিছুটা দূরে স্থানীয় এক যুবক তার পথ আটকায়। তারপর জোর করে তাকে রাস্তার পাশে একটি করমচা বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে 'ধর্ষণ' করে।

এরপর ওই নির্যাতিতা নাবালিকা বাড়িতে এসে পরিবারকে সব কথা খুলে বলে। তখন পরিবারের তরফে কাশীপুর থানায় ধৃত যুবক রাকিবুল মোল্লার নামে লিখিত অভিযোগ দায়ের  করে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিস অভিযুক্ত যুবক রাকিবুল মোল্লাকে গাবতলা খালপাড় থেকে গ্রেফতার করে। ধৃত রাকিবুলের বাড়ি উত্তর কচুয়া এলাকায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, Deoghar Ropeway Accident: ভেঙে পড়ল পাহাড়ের উপর, দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা, পর্যটকদের মৃত্যু

Ram Navami: রামনবমীতে ভাটপাড়া থানার সামনে অস্ত্র হাতে মিছিলের অভিযোগ, শাস্তির হুঁশিয়ারি পুলিসের

Magrahat Murder Case: দক্ষিণ কলকাতা থেকে পাকড়াও মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More