Home> প্রযুক্তি
Advertisement

আজ থেকে নতুন রূপে আসছে ২৪ ঘণ্টার অ্যাপ

পাঠকদের ভালোবাসায় ২৪ ঘণ্টা ডট কম এখন বাংলা ওয়েব খবরের জগতে এক নম্বর

আজ থেকে নতুন রূপে আসছে ২৪ ঘণ্টার অ্যাপ

নিজস্ব প্রতিবেদন : এবার আরও ঝকঝকে আরও স্মার্ট আপনাদের প্রিয় ২৪ ঘণ্টার অ্যাপ। বৃহস্পতিবার থেকে আসছে এই নতুন অ্যাপ। খবর পড়া এবার আরও সহজ। প্রতি মুহূর্তে ব্রেকিং, ট্রেন্ডিং সব খবরের সঙ্গে নিজেকে আপডেট রাখুন ২৪ ঘণ্টার নতুন অ্যাপের মাধ্যমে।  

পাঠকদের ভালোবাসায় ২৪ ঘণ্টা ডট কম এখন বাংলা ওয়েব খবরের জগতে এক নম্বর (সূত্র: কমস্কোর, অক্টোবর)। পাঠকদের কাছে সব খবর সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আপনার পছন্দের সব খবর মনের মত করে পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ ২৪ ঘণ্টা ডট কম। খবরে থাকুন ২৪ ঘণ্টা।

Read More