Home> প্রযুক্তি
Advertisement

এই প্রথম চালু হল আনলিমিটেড ভ্যালিডিটি ইন্টারনেট প্যাক

সময়সীমা নিয়ে আর ভাবনা নেই। ইন্টারনেট প্যাক ভরুন আর আপনার ইচ্ছামতো ব্যবহার করুন। ভারতী এয়ারটেল কতৃপক্ষ থেকে জানানো হয়, প্রিপেড গ্রাহকদের জন্য কয়েকটি ইন্টারনেট প্ল্যানের সময়সীমা তুলে দেওয়া হয়। অর্থাত্‍ যতদিন খুশি ব্যবহার করুন ইন্টারনেট।

এই প্রথম চালু হল আনলিমিটেড ভ্যালিডিটি ইন্টারনেট প্যাক

ওয়েব ডেস্ক: সময়সীমা নিয়ে আর ভাবনা নেই। ইন্টারনেট প্যাক ভরুন আর আপনার ইচ্ছামতো ব্যবহার করুন। ভারতী এয়ারটেল কতৃপক্ষ থেকে জানানো হয়, প্রিপেড গ্রাহকদের জন্য কয়েকটি ইন্টারনেট প্ল্যানের সময়সীমা তুলে দেওয়া হয়। অর্থাত্‍ যতদিন খুশি ব্যবহার করুন ইন্টারনেট।

ভারতী এয়ারটেলের মার্কেট অপারেশন অজাই পুরী জানান, "ভারতে এই প্রথম কোন ইন্টারনেট প্যাকে আনলিমিটেড ভ্যালিডিটি।" দিল্লি ও মুম্বইয়ে ছোট স্কিমে এই প্রয়োগ করে দেখবে ভারতী এয়ারটেল। ২২ টাকা থেকে ৭৪ টাকা পর্যন্ত টুজি, থ্রিজি ও ফোরজি ডেটা প্যাকে কোনও ভ্যালিডিটি নেই।

অন্যান্য রাজ্যেও খুব শীঘ্রই চালু হবে এইরকম আকর্ষণীয় স্কিম। তবে পোস্ট পেড গ্রাহকদের জন্য ভবিষ্যতে আনলিমিটেড স্কিম থাকবে কিনা তেমন খবর ভারতী এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়নি।

Read More