Home> প্রযুক্তি
Advertisement

গ্রাহকদের জন্য ফ্রি ডেটা দিচ্ছে এয়ারটেল

চারিদিকে যখন জিও-কে নিয়ে মাতামাতি চলছে,তখন গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে এল এয়ারটেল। পোস্টপেড গ্রাহকদের জন্য ফ্রি ডেটা দেওয়ার অফার নিয়ে এসেছে ভারতের সবথেকে দ্রুততম টেলিকম কোম্পানিটি।

গ্রাহকদের জন্য ফ্রি ডেটা দিচ্ছে এয়ারটেল

ওয়েব ডেস্ক: চারিদিকে যখন জিও-কে নিয়ে মাতামাতি চলছে,তখন গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে এল এয়ারটেল। পোস্টপেড গ্রাহকদের জন্য ফ্রি ডেটা দেওয়ার অফার নিয়ে এসেছে ভারতের সবথেকে দ্রুততম টেলিকম কোম্পানিটি।

আরও পড়ুন হোয়াটস অ্যাপের নতুন ফিচার্সটা জেনে নিন

এখন দেশের সবথেকে দ্রুততম নেটওয়ার্ক দেওয়াটেলিকম কোম্পানি হল এয়ারটেল। এরপর পরই রয়েছে ভোডাফোন এলং রিলায়েন্স জিও। সম্প্রতি জিও যেভাবে ফ্রি ডেটার অফার দিয়ে চলেছে, তাতে টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার ঝড় উঠেছে। সেই প্রতিযোগিতাতেই এবার পোস্টপেড গ্রাহকদের জন্য ফ্রি ডেটার অফার নিয়ে এল এয়ারটেল।

এয়ারটেলের পোস্টপেড গ্রাহকেরা এই নতুন অফারটি পাবেন মাই এয়ারটেল অ্যাপ থেকে। এছাড়াও রিলায়েন্স জিও-র সঙ্গে প্রতিযোগিতায় নেমে প্রত্যেকদিন ১ জিবি করে ৪জি ডেটা দেওয়ার নতুন ট্যারিফও ঘোষণা করেছে এয়ারটেল।

আরও পড়ুন আঙুরের উপকারিতাগুলো জেনে নিন

Read More