ওয়েব ডেস্ক: ডেটার বাজার প্রায় বেশিরভাগটাই দখল করে নিয়েছে রিলায়েন্স জিও। তবে, মোটেই পিছিয়ে নেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। সদ্যই নতুন অফার নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানে প্রত্যেকদিন ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। লোকাল এবং এসটিডি এবং যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল পাবেন গ্রাহকরা। এই অফারের বৈধতা ৯০ দিন।
BSNL-এর ডিরেক্টর আর.কে মিত্তল এই অফার প্রসঙ্গে বলেছেন যে, ‘প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং লোকাল-এসটিডি ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল। এই ভয়েস এবং ডেটা প্ল্যান গ্রাহকরা পাবেন ৪২৯ টাকার বিনিময়ে। অর্থাত্, গ্রাহকদের প্রতি মাসে খরচ হবে মাত্র ১৪৩ টাকা করে। বর্তমান ডেটা পরিষেবার মধ্যে এটি অন্যতম উপযোগী পরিষেবা।’