Home> প্রযুক্তি
Advertisement

গ্রাহকদের জন্য নতুন আনলিমিটেড ডেটা এবং ভয়েস অফার BSNL-র

গতকালই পোস্টপেইড গ্রাহকদের জন্য ১৫৯৫ টাকার নতুন অফারের ঘোষণা করেছে BSNL। নতুন অফারে BSNL-র পোস্টপেইড গ্রাহকরা আনলিমিটেড ডেটা এবং ভয়েসের সুবিধা পেয়ে যাবেন। তাই কোনও FUP ছাড়াই। পোস্টপেইড গ্রাহকদের পর এবার প্রিপেইড গ্রাহকদের জন্যও চমকদার অফার নিয়ে এলো BSNL।

গ্রাহকদের জন্য নতুন আনলিমিটেড ডেটা এবং ভয়েস অফার BSNL-র

নিজস্ব প্রতিবেদন: গতকালই পোস্টপেইড গ্রাহকদের জন্য ১৫৯৫ টাকার নতুন অফারের ঘোষণা করেছে BSNL। নতুন অফারে BSNL-র পোস্টপেইড গ্রাহকরা আনলিমিটেড ডেটা এবং ভয়েসের সুবিধা পেয়ে যাবেন। তাই কোনও FUP ছাড়াই। পোস্টপেইড গ্রাহকদের পর এবার প্রিপেইড গ্রাহকদের জন্যও চমকদার অফার নিয়ে এলো BSNL।

আরও পড়ুন : iOS-র জন্য mAadhaar অ্যাপ নিয়ে আসছে UIDAI

১ হাজার ৯৯ টাকায় আনলিমিটেড ডেটা এবং ভয়েস পরিষেবা নিয়ে এলো BSNL। যেখানে অন্যান্য সার্ভিস প্রোভাইডররা প্রত্যেকদিন ১ জিবি অথবা ২ জিবি ডেটার অফার দিচ্ছে, সেখানে BSNL আনলিমিটেড ডেটার অফার দিচ্ছে, কোনওরকম FUP ছাড়াই।

BSNL-র ১ হাজার ৯৯ টাকার নতুন অফারে গ্রাহকরা আনলিমিটেড ডেটা এবং ভয়েস পরিষেবা ছাড়াও পেয়ে যাবেন ১০০ SMS প্রতিদিন। এই অফারের বৈধতা ৮৪ দিন পর্যন্ত।

আরও পড়ুন : ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় কাজু বাদাম

Read More