ওয়েব ডেস্ক: বিশেষ অফার। মাত্র ১০০০ টাকা দিলেই হাতের মুঠোয় স্মার্ট ফোন। যে সে কোম্পানি নয়। লেনোভো ভাইভ কে ফাইভ প্লাস, মাত্র ১০০০ টাকায়। নিজের পুরাতন স্মার্ট ফোনটি ফেলে দেওয়ার আগে সেটি এক্সচেঞ্জ করে আর মাত্র ১০০০ টাকা দিলেই লেনোভো Vibe K5 Plus পেতে পারেন যে কোনও গ্রাহক।
ফ্লিপ কার্টে চলছে এই অফার। ফোন অর্ডার দিয়ে হাতে পেয়েই টাকা দিন ভেন্ডরকে। এক কথায় যাকে বলে ক্যাশ অন ডেলিভারি। রয়েছে EMI-এর সুযোগও।
Vibe K5 Plus কী কী আছে?
* ১.৭ GHz Octa Core প্রসেসর।
* ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
* ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
* থিয়েটার ম্যাক্স ভিআর সাপোর্ট।
* ডলবি অ্যাটমস স্পিকার।
তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। গোল্ডেন, সিলভার আর ডার্ক গ্রে-এই তিন রঙে পাওয়া যাচ্ছে লেনোভো। এটি একটি ১৬ জিবি পর্যন্ত মেমেরি সাপোর্ট করবে লেনোভো Vibe K5 Plus-এ।