Home> প্রযুক্তি
Advertisement

Cyberdost for Cyber Crime: নেটমাধ্যমে নিঃশব্দে থাবা বসাচ্ছে অপরাধীরা, একগুচ্ছ বড় পদক্ষেপ কেন্দ্রের

সাইবার অপরাধীদের থেকে সাবধান হতে অবশ্যই পড়ুন কেন্দ্রের এই নির্দেশিকাগুলো

Cyberdost for Cyber Crime: নেটমাধ্যমে নিঃশব্দে থাবা বসাচ্ছে অপরাধীরা, একগুচ্ছ বড় পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। অনলাইনে অপরাধ রুখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। 

  • - @Cyberdost নামে একটি টুইটার হ্যান্ডেল চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যেখানে ছোট ছোট ভিডিও এবং ছবির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে। 
  • - রেডিওর মাধ্যমে সাইবার ক্রাইম (Cyber Crime) সংক্রান্ত প্রচার করা হচ্ছে।
  • - জনমানসে সচেতনতা বাড়াতে ১০০ কোটি এসএমএস পাঠানো হয়েছে। 
  • - টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়েছে -  https://twitter.com/Cyberdost , https://www.facebook.com/CyberDost/4C , https://www.instagram.com/cyberdosti4c, https://t.me/cyberdosti4c ।
  • - MyGov পোর্টালেও প্রচার চলছে।
  • - পড়ুয়া এবং কিশোরদের জন্য হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে।
  • - C-DAC ও পুলিসের সহায়তায় সব রাজ্যে প্রচার চলছে। 
  • - রাজ্যগুলোকে ১৪৮টি সাইবার ক্রাইম নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।
  • - রাজ্যগুলোকে মাসের প্রথম বুধবার 'সাইবার সচেতনতা দিবস' পালনের অনুরোধ করা হয়েছে
  • - দিল্লি মেট্রোকে সচেতনতা প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
  • - সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা প্রচারে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয়েছে।
  • - শিক্ষামন্ত্রককে পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচারের অনুরোধ করা হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More