Home> প্রযুক্তি
Advertisement

চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্রযান-২! আর মাত্র ১১ দিনের অপেক্ষা

ইসরো সূত্রে খবর, প্রায় ১১৯০ সেকেন্ড ধরে চলে এই অবস্থান পরিবর্তন পর্ব।

চাঁদের আরও কাছে পৌঁছাল চন্দ্রযান-২! আর মাত্র ১১ দিনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। এর পর দুটি ধাপে কমানো হয়েছে কক্ষপথের দূরত্ব। বুধবার চাঁদের কক্ষপথে তৃতীয় বার জ্বলে উঠল চন্দ্রযান-২-এর ইঞ্জিন। চাঁদের আরও কাছে এগিয়ে গেল ভারতের দ্বিতীয় চন্দ্রযান। সব কিছু পরিকল্পনামাফিক চললে আর মাত্র ১১ দিন পরেই চাঁদের মাটি ছোঁবে ভারত।

বুধবার সকাল ৯টা ৪ মিনিটে জ্বলে ওঠে চন্দ্রযান-২-এর প্রপালশান সিস্টেম। ইসরো সূত্রে খবর প্রায় ১১৯০ সেকেন্ড ধরে চলে অবস্থান পরিবর্তন। গত সপ্তাহে দ্বিতীয় ম্যানুভারের পর কক্ষপথের দূরত্ব ছিল ১১৮ x ৪৪১২ কিলোমিটার। আজকের ম্যানুভারের ফলে ১৭৯ x ১৪১২ কিমি কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২।

ইসরো সূত্রে জানানো হয়, চন্দ্রযান-২-এর সমস্ত যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে। এর পর আবার আগামী শুক্রবার কক্ষপথের দূরত্ব কমানো হবে। শুক্রবারের লুনার বার্ন সফল হলে আর মাত্র এক ধাপ এগোতে হবে চন্দ্রযান-২-এর অর্বিটারকে। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দুরত্বে স্থাপন করা হবে অর্বিটারকে।

আরও পড়ুন: ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া

এর পরেই চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে বিছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। বিছিন্ন হওয়ার পর ৩০কিমি X ১০০কিমি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করবে ল্যান্ডারটি। ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে বিক্রম। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে নেমে আসবে বিক্রম। এর পরেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।

Read More