Home> প্রযুক্তি
Advertisement

বাজারে এল সবচেয়ে কমদামী 4G স্মার্টফোন

3G কিংবা 2G-তে আর মন ভরছে না। এবার সবার চাই 4G। কিন্তু সব ফোনে তো আবার 4G সাপোর্টও করবে না। তাই চাই 4G ফোন। এখানেও সমস্যা। 4G ফোনগুলির দামও সাধ্যের মধ্যে নয়। এবার সেই সমস্যার সমাধান করে দিল ইনটেক্স। সাধ্যের মধ্যের দামে নিয়ে এল 4G ফোন। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে কমদামী 4G স্মার্টফোন।

বাজারে এল সবচেয়ে কমদামী 4G স্মার্টফোন

ওয়েব ডেস্ক: 3G কিংবা 2G-তে আর মন ভরছে না। এবার সবার চাই 4G। কিন্তু সব ফোনে তো আবার 4G সাপোর্টও করবে না। তাই চাই 4G ফোন। এখানেও সমস্যা। 4G ফোনগুলির দামও সাধ্যের মধ্যে নয়। এবার সেই সমস্যার সমাধান করে দিল ইনটেক্স। সাধ্যের মধ্যের দামে নিয়ে এল 4G ফোন। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে কমদামী 4G স্মার্টফোন।

কী কী রয়েছে এই 4G সাপোর্ট স্মার্টফোনে?

১) ৫ ইঞ্চি HD ডিসপ্লে।
২) ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৩) ২ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার সঙ্গে ফেস রেকগনিশন ও লাইভ ফোটো মোড।
৪) ২ GB RAM ও ১৬ GB ROM।
৫) ৩২ GB এক্সপ্যান্ডেবল মাইক্রোএসডি কার্ড।
৬) ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ।
৭) ২৫০০ mAh ব্যাটারি।
৮) ১ বছরের ওয়ারেন্টি।
৯) দাম, মাত্র ৫,৯৯৯ টাকা।

তবে এই ফোন পাওয়া যাচ্ছে শুধুমাত্র স্ন্যাপডিলে।

Read More