Home> প্রযুক্তি
Advertisement

এবার একেবারে সাধ্যের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন

জিও-র যুগে এবার হাতের মুঠোয় এসে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্মার্টফোন। প্রতিযোগিতার কঠিন বাজারে এবার আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনও সাড়ে চার হাজার টাকার কমে মিলছে। এবং তাও ব্র্যান্ডেড। ইনটেক্স অ্যাকোয়া এস-এর এই ফোনে থাকছে আপনি কিছু ফিচার্স যা সাধারণত বেশি দামের ফোনেই পাওয়া যায়।

এবার একেবারে সাধ্যের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন

ওয়েব ডেস্ক: জিও-র যুগে এবার হাতের মুঠোয় এসে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্মার্টফোন। প্রতিযোগিতার কঠিন বাজারে এবার আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনও সাড়ে চার হাজার টাকার কমে মিলছে। এবং তাও ব্র্যান্ডেড। ইনটেক্স অ্যাকোয়া এস-এর এই ফোনে থাকছে আপনি কিছু ফিচার্স যা সাধারণত বেশি দামের ফোনেই পাওয়া যায়। হ্যান্ডসেটটির দাম ৪,৪৯০ টাকা৷

আরও পড়ুন- এবার থেকে ১১ ডিজিটের মোবাইল নাম্বার!

ইনটেক্স অ্যাকোয়া এস-এর এই ফোনে রিয়ার, ফ্রন্ট ক্যামেরা দুই-ই ৫ মেগাপিক্সেলের৷ সঙ্গে রিয়ার ক্যামেরায় ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ এমনকী, ফ্রন্ট ক্যামেরার লেন্সের পাশেও রয়েছে একটি ফ্ল্যাশ৷ এর ফলে অন্ধকারেও সেলফি তুলতে কোনও সমস্যাই হবে না৷ পাশাপাশি রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক, এফ এম রেডিও-সহ অন্যান্য স্ট্যান্ডার্ড ফিচারস৷ ব্যাটারি ২৪৫০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে একটানা ৫ ঘণ্টা কথা বলা যাবে৷ তবে ফোর জি পরিষেবা পাওয়া যাবে না।

আরও পড়ুন- আপনি যদি এই ছবি শেয়ার করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে!

Read More