Home> প্রযুক্তি
Advertisement

২৫১ টাকার ফোনের ওয়েবসাইটে বিভ্রান্তি, অনলাইনে কিনতে গিয়ে হয়রানি

একে মাত্র ২৫১ টাকা, তার ওপর আবার নতুন স্মার্টফোন। হিড়িক তো হবেই। তা বলে এতটা! যে আর কেনাই যাচ্ছে না?

২৫১ টাকার ফোনের ওয়েবসাইটে বিভ্রান্তি, অনলাইনে কিনতে গিয়ে হয়রানি

ওয়েব ডেস্ক: একে মাত্র ২৫১ টাকা, তার ওপর আবার নতুন স্মার্টফোন। হিড়িক তো হবেই। তা বলে এতটা! যে আর কেনাই যাচ্ছে না?

ফোনটি কিনতে ক্লিক করুন এখানে

সকাল থেকে দুনিয়ার সবচেয়ে সস্তা স্মার্টফোন Freedom251 কেনার হিড়িক শুরু হয়েছে। অনলাইনে এই ফোন কেনার জন্য Freedom251-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে বিভ্রান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।

খুব সকালে যারা অনলাইনে বুকিং করছেন, তাদের অর্ডার নেওয়া হয়েছে, কিন্তু যারা সকাল ৯টার পর বুকিং করতে যাচ্ছেন তারা বিভ্রান্তির শিকার হচ্ছেন। ফোনটি বুকিং করার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হচ্ছে। ফর্মে প্রয়োজনীয় সব জিনিস নিয়ম মেনে লেখার পরও কোনও কিছুই হচ্ছে না।

কোম্পানির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে কোনও অভিযোগ এখনও আসেনি। রেকর্ড সংখ্যাক ফোন বিক্রি হবে বলে কোম্পানির আশা।

 

Read More