Home> প্রযুক্তি
Advertisement

৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি

ফ্রিডম ২৫১। বিশ্বের সবথেকে কমদামী স্মার্টফোন। এই স্মার্টফোনকে ঘিরে যতই তর্ক-বিতর্ক থাকুক না কেন, এটাই বিশ্বের একমাত্র কমদামী স্মার্টফোন। এর আগে এত কম দামে কোনও কোম্পানি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারেনি। তবে এবার প্রতিযোগিতা জোরদার হতে চলেছে ফ্রিডম ২৫১-এর।

৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি

ওয়েব ডেস্ক: ফ্রিডম ২৫১। বিশ্বের সবথেকে কমদামী স্মার্টফোন। এই স্মার্টফোনকে ঘিরে যতই তর্ক-বিতর্ক থাকুক না কেন, এটাই বিশ্বের একমাত্র কমদামী স্মার্টফোন। এর আগে এত কম দামে কোনও কোম্পানি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পারেনি। তবে এবার প্রতিযোগিতা জোরদার হতে চলেছে ফ্রিডম ২৫১-এর।

ফ্রিডম ২৫১-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে ChampOne C1 device। ৫০১ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে এই কোম্পানি। এই স্মার্টফোনে রয়েছে 2GB  RAM। 16GB ইন্টারনাল মেমোরি।

তবে সূত্র থেকে জানা গিয়েছে, প্রোমোশনের জন্য এই দামে পাওয়া যাবে ChampOne C1 device-এর স্মার্টফোন। এছাড়া এই স্মার্টফোন বাজারে পাওয়া যাবে ৮ হাজার টাকায়। এই স্মার্টফোন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বুকিং করলে এখনও ৫০১ টাকায় ফোনটি পেলেও পেতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে।

জেনে নিন কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনের-

১) ৫ ইঞ্চি ডিসপ্লে।

২) 1.3GHz কোয়াড-কোর প্রসেসর।

৩) ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

৪) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Read More