Home> প্রযুক্তি
Advertisement

কীভাবে জানবেন কবে আপনার জিও অফার শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন

কীভাবে জানবেন কবে আপনার জিও অফার শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন

ওয়েব ডেস্ক: সেই কবে ফোনে ডেটা রিচার্জ করিয়েছেন, ভুলেই গিয়েছেন। রিচার্জের দোকানেও আর যাওয়া পড়ে না। মনের আনন্দে রোজ ১জিবি হাইস্পীড ডেটা ব্যবহার করছেন। সবই রিলায়েন্স জিও-র সামার সারপ্রাইজ অফারেরর দৌলতে। সেই সামার সারপ্রাইজ অফার এবার শেষের পথে। কিন্তু কীভাবে বুঝবেন কবে আপনার সামার সারপ্রাইজ অফার শেষ হচ্ছে?

Myjioapp ওপেন করুন।

এরপর ওপরে একেবারে বাঁদিকে যেখানে ৩টি ডট দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন।

এবার my plan এ ক্লিক করুন। সেখানেই আপনি পেয়ে যাবেন আপনার অফার বা রিচার্জের বৈধতা কতদিন বা কবে পর্যন্ত রয়েছে।

Read More