ওয়েব ডেস্ক: আপনার পিএফ অ্যাকাউন্টে কত পুঁজি রয়েছে, তা জানার জন্য আর কারও উপর ভরসা করে থাকতে হবে না। প্রযুক্তি ব্যবহার করে পিএফ ব্যালেন্স জানা সহজ করে দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এখন আপনি ঘরে বসেই দেখে নিতে পারবেন 'পিএফ ব্যালেন্স'। জেনে নিন এই সহজ চারটি উপায়..
১. একটি এসএমএস করেই আপনি প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স দেখতে পারবেন। নম্বরটি হল ৭৭৩৮২৯৯৮৯৯. এইনম্বরে আপনি EPFOHO <space> UAN(ইউনির্ভাসাল অ্যাকাউন্ট নম্বর) <space> আপনার পছন্দসই ভাষার সংক্ষিপ্ত রূপ, যেমন উদাহরণস্বরূপ বাংলাতে উত্তর পেতে চাইলে BNG, ইংরাজিতে চাইলে ENG
এক্ষেত্রে UAN আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার ও প্যানের সঙ্গে যুক্ত থাকতে হবে।
২. আগে সঞ্চয় দেখার ক্ষেত্রে সংগঠনের মূল ওয়েবসাইট ব্যবহার করাই ছিল একমাত্র উপায়। কিন্তু এবার থেকে আপনি www.epfindia.gov.in এই ওয়েবসাইটে EPFO পাশবই দেখে নিতে পারবেন আপনি।
এছাড়াও (https://passbook.epfindia.gov
৩. মোবাইল ফোন থেকে ০১১-২২৯০১৪০৬ এই নম্বরে মিসড কল দিয়েও ব্যালেন্স দেখে নিতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনার UAN নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার ও প্যানের সঙ্গে যুক্ত রয়েছে কিনা।
৪. আপনি EPFO অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন।