Home> প্রযুক্তি
Advertisement

সোমবার থেকে শুরু হল সেল, একাধিক স্মার্টফোনে মিলবে ছাড়

প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বিভিন্ন ফোনে।

সোমবার থেকে শুরু হল সেল, একাধিক স্মার্টফোনে মিলবে ছাড়

নিজস্ব প্রতিবেদন: পছন্দের স্মার্টফোন কিনতে গিয়েও পকেটের কথা ভেবে পিছিয়ে আসছেন? চিন্তা নেই, এ বার আপনার স্বপ্নের ফোন কিনতে পারেন বাজেটের মধ্যেই। সোমবার থেকে Fab Phone Fest আনছে Amazon। ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত পাওয়া যাবে স্মার্টফোনের দামে ডিসকাউন্ট। তার সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জের অফার এবং ড্যামেজ প্রোটেকশানের মতো সুবিধা। Iphone X, Huawei P30 Pro, OnePlus 6T-এর মতো ফ্ল্যাগশিপ ফোন-এর পাশাপাশি মধ্যবিত্তদের কথা ভেবে ডিসকাউন্ট থাকবে Samsung Galaxy M20, Honor 9N, Redmi 7 -এর মতো বাজেট ফোন। ছাড় থাকছে হেডফোন, মোবাইল কভার, পাওয়ার ব্যাঙ্ক, ক্রিন প্রোটেক্টার-এর মতো অ্যাকসেসরি-তেও। 

আরও পড়ুন: এক ধাক্কায় ২,০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট কমলো Jio GigaFiber-এর!
প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বিভিন্ন ফোনে। Samsung Galaxy M30 পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়। Samsung-এর অন্য বাজেট ফোন Galaxy M20-তে পাওয়া যাচ্ছে ১০০০ টাকা পর্যন্ত ছাড়। ডিস্কাউন্টেড মূল্যে পাওয়া যাবে Redmi 7, Honor 9N, Vivo Y91i, Redmi 6A আর Oppo A5 -এর মতো ফোন। 
দাম কমছে Samsung Galaxy Note 9, Vivo Nex, Huawei P30 Pro আর Oppo R17 এর মতো ফোনগুলিরও। বেশি দামের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে পাওয়া যাবে No-cost EMI-এর অপশন। 

Read More