Home> প্রযুক্তি
Advertisement

India’s Deadliest New Brahmastra: ১০০০০ Kmph গতিতে ১৫০০ কিমি রেঞ্জ! ব্যর্থ হবে S-400-THAAD, পলকে ধ্বংস করবে ভারতের...

India’s Deadliest New Brahmastra: ভারত এবার কাজ করছে নতুন  'ব্রহ্মাস্ত্র' নিয়ে। যা শত্রুর ঘুম ওড়াবে। ১০০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ১৫০০ কিমি দূরেও নির্ভুল আঘাত করবে!  

India’s Deadliest New Brahmastra: ১০০০০ Kmph গতিতে ১৫০০ কিমি রেঞ্জ! ব্যর্থ হবে S-400-THAAD, পলকে ধ্বংস করবে ভারতের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত এবং বিশ্বব্যাপী পরিস্থিতি দ্রুত বদলে হচ্ছে। রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) এবং ইসরায়েল-হামাসের (Israel-Hamas) সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়ার (Thailand And Cambodia) মধ্যেও সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ছোট-বড়, উভয় দেশেই বিদেশি আক্রমণের উদ্বেগ দেখা দিচ্ছে। ফলস্বরূপ, প্রতিটি দেশ তাদের প্রতিরক্ষা শক্তিশালী করছে। আধুনিক অস্ত্রের উপর ব্যয় করছে। সামগ্রিকভাবেই প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর এবার খবরে ভারতের ভয়ংকর বিধংবসী নতুন 'ব্রহ্মাস্ত্র'(Brahmastra)...

আরও পড়ুন: বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীই মিলছে! নভেম্বরেই পৃথিবীতে আক্রমণ ভিনগ্রহী মহাকাশযানের, গবেষকদের চাঞ্চল্যকর দাবিতে হাড়হিম...

ভারত-পাকিস্তান-চিন

অন্যান্য দেশের তুলনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক ভাবে সংবেদনশীল। তবে একদিকে ভারতের সীমান্ত পাকিস্তানের সঙ্গে, অন্যদিকে চিনের সঙ্গে। সন্ত্রাসবাদকে উৎসাহিত করা এবং তা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহারের জন্য শয়তান দেশ পাকিস্তান বিশ্বজুড়ে পরিচিত। গুজরাত, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের মতো ভারতীয় রাজ্যগুলির সঙ্গেও পাকিস্তানের সীমানা রয়েছে। ইতিহাস সাক্ষী যে, পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভারতের এই রাজ্যগুলির মধ্যে দিয়ে ভারত আক্রমণ করার চেষ্টা করেছে। ১৯৬৫, ১৯৭১ যেমন দেখেছে। তেমনই ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধও দেখেছে। 

চিনের নীতি

বিপরীতে, চিন তার সম্প্রসারণবাদী নীতির জন্য সারা বিশ্বে সুপরিচিত। ফিলিপাইন্স, ভিয়েতনাম এবং জাপানের মতো দেশগুলি চিনের আগ্রাসনের মুখোমুখি হয়েছে। এছাড়াও, বেজিং ভারতের উপর কড়া নজর রাখে, প্রায়শই অরুণাচল প্রদেশ এবং লেহ-লাদাখের মতো অঞ্চলের উপর তাদের দাবি জাহির করে। ১৯৬২ সালের যুদ্ধ ভারতের প্রতি চীনের শত্রুতার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে রয়ে গেছে।

অপারেশন সিঁদুর

চলতি বছর ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরে পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা ২৫ জন ভারতীয় এবং এক নেপালি নাগরিককে হত্যা করে, এক ভয়াবহ অমানবিক সন্ত্রাসী হামলা চালিয়েছিল পহেলগাঁওতে। ভারত জবাবে 'অপারেশন সিদুঁর' চালিয়েছিল। পাকিস্তানের গভীরে এবং পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে। ভারতীয় বিমান বাহিনী এই অভিযানের প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অভিযানে ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের মারাত্মক ক্ষমতা প্রদর্শন করেছিল। নির্ভুলতা এবং বিস্ফোরণ কেবল পাকিস্তানেরই নয়, বরং বিশ্বজুড়ে সামরিক পর্যবেক্ষকদেরও মনোযোগ আকর্ষণ করে। অনেক দেশই চেয়েছিল ব্রহ্মস কিনতে...এবার আরও ভয়ংকর ব্রহ্মস!

আরও পড়ুন: ভারতের হাতে ভয়ংকর মিসাইল, শব্দের ৮ গুণ গতিতে ছুটবে! ১৫০০ কিমি দূরেও চালাবে ধ্বংসলীলা...


ব্রহ্মস-২কে কারা তৈরি করছে  

সিঁদুরে ব্রহ্মস সাফল্যের পর, ভারত এখন ব্রহ্মস-২কে নিয়ে এগিয়ে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারত ব্রহ্মসের আপগ্রেডেড সংস্করণ-ব্রহ্মস-২কে-র সঙ্গে কাজ শুরু করেছে। যা রাশিয়ার সঙ্গে তৈরি করছে বলেই জানা গিয়েছে। এটি হবে আগের চেয়ে দ্রুততর, মারাত্মক এবং আটকানো কার্যত কঠিন। যা হবে ভারতের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত অস্ত্র। 

ব্রহ্মস-২কে রাশিয়ার ৩এম২২ জিরকন ক্ষেপণাস্ত্রের প্রতিরূপ হিসেবে তৈরি করা হচ্ছে, যা হাইপারসনিকভাবে উড়তে পারে (ম্যাক ৯) এবং এর জটিল উড়ান পথ রয়েছে, যা প্রতিরোধ করা কঠিন। পাকিস্তানের ক্রমাগত হুমকি এবং সীমান্তে চিনের আক্রমণাত্মক কর্মকাণ্ডের কারণে আপগ্রেড করা ব্রহ্মস ভারতের প্রতিরোধ ক্ষমতাকে ব্যাপক ভাবে বৃদ্ধি করবে। আপগ্রেড করা এই ক্ষেপণাস্ত্র কেবল একটি প্রযুক্তিগত আপগ্রেডই নয় বরং প্রতিপক্ষদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও যে ভারত নিজেকে রক্ষা করবে।

ভারত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে বিশাল লাফ দিতে চলেছে। ভারত এবং রাশিয়া দ্বারা যৌথ ভাবে তৈরি ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্তমানে মোতায়েন করা সংস্করণটি সুপারসনিক প্রযুক্তিতে কাজ করে (২.৮/৩ ম্যাক এ উড়তে পারে)। কিন্তু এখন উভয় দেশই ব্রহ্মস-২কে বা ব্রহ্মোস-এমকেআইআই- পরবর্তী প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি হাইপারসনিক সংস্করণ তৈরি করছে। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে, ভারতের আক্রমণ ক্ষমতা অভূতপূর্ব স্তরে পৌঁছাবে।

ইন্ডিয়া ডিফেন্স রিসার্চ উইংয়ের প্রতিবেদন অনুসারে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস-২কে প্রকল্পের লক্ষ্য হল ম্যাক ৭ থেকে ম্যাক ৮ গতিতে আঘাত হানতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা, যার পাল্লা ১৫০০ কিলোমিটার পর্যন্ত।

আরও পড়ুন: ২০৮০০০ কিলো ​​ওজন, লম্বায় ১১৫ ফুট! বিশ্বের ১০ ভয়ংকর বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলি কী?
 
আগের ব্রহ্মসের থেকে কতটা আলাদা?
 
নতুন ব্রহ্মস-২কে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি পূর্ববর্তী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলির থেকে অনকেটাই এগিয়ে থাকবে। উদাহরণস্বরূপ, বর্তমান ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ২৯০ থেকে ৪৫০ কিলোমিটার। বর্ধিত-পাল্লার সংস্করণ ৮০০ কিলোমিটারের কাছাকাছি হবে। ব্রহ্মস-২কে কমপক্ষে দ্বিগুণ থেকে তিনগুণ পাল্লার সঙ্গে আসবে এবং বিদ্যমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রযুক্তির তুলনায় প্রায় তিনগুণ দ্রুত গতিতে উড়বে। পাল্লা এবং হাইপারসনিক গতির সংমিশ্রণ শত্রু বিমান প্রতিরক্ষা ক্ষমতার পক্ষে তাদের আঘাত হানতে সক্ষমতার মধ্যে ব্রহ্মস-২কে-এর বৃহৎ গঠন সনাক্ত করা বা বাধা দেওয়া প্রায় অসম্ভব করে তুলবে, যা ভারতকে অসাধারণ কৌশলগত সুবিধা প্রদান করবে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! সিলিংয়ে ঝুলছে 'মানুষ-রোবট', স্পষ্ট ত্বকের ভিতরের পেশি-হাড়...

পুতিন আসছেন...

একাধিক রিপোর্ট বলছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসবেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হতে পারে ব্রহ্মোস-২কে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সহ-বিকাশের জন্য একটি চুক্তির আনুষ্ঠানিকতা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More