Home> প্রযুক্তি
Advertisement

আজ ‘ইন্টারন্যাশনাল ডে অফ মেডিকেল ফিজিক্স’

আজ ৭ নভেম্বর। আজকের দিনটা গত কয়েক বছর ধরে একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়, গোটা বিশ্বে। সেটা হল, ‘ইন্টারন্যাশনাল ডে অফ মেডিকেল ফিজিক্স।’

 আজ ‘ইন্টারন্যাশনাল ডে অফ মেডিকেল ফিজিক্স’

ওয়েব ডেস্ক: আজ ৭ নভেম্বর। আজকের দিনটা গত কয়েক বছর ধরে একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়, গোটা বিশ্বে। সেটা হল, ‘ইন্টারন্যাশনাল ডে অফ মেডিকেল ফিজিক্স।’

কেন আজকের দিনটাকেই এমন একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করা হয়, সে প্রশ্ন আপনার মনে আসতেই পারে। তার উত্তর হল, ১৮৬৭ সালের আজকের দিনেই মানে ৭ নভেম্বর জন্ম হয় বিখ্যাত পোলিশ বিজ্ঞানী মেরি স্কোডোয়াস্কা কুরির।

এ বছর ‘ইন্টারন্যাশনাল ডে অফ মেডিকেল ফিজিক্সের’ থিম রাখা হয়েছে ‘বেটার মেডিকেল ফিজিক্স সমান বেটার ক্যান্সার কেয়ার ইন রেডিয়েশন ওঙ্কোলজি’।

Read More