Home> প্রযুক্তি
Advertisement

এবার স্মার্টফোন মাত্র ২,৮৩৫ টাকায়, নিয়ে এল ইনটেক্স

অ্যাকোয়া ভিফাইভ ফোনের সঙ্গে স্মার্টফোন তালিকায় জায়গা করে নিল ইনটেক্স। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী এই স্মার্টফোনের দাম ২,৮৩৫ টাকা। কালো, ধুসর ও সাদা রঙে মিলবে অ্যাকোয়া ভিফাইভ স্মার্টফোন।

এবার স্মার্টফোন মাত্র ২,৮৩৫ টাকায়, নিয়ে এল ইনটেক্স

ওয়েব ডেস্ক: অ্যাকোয়া ভিফাইভ ফোনের সঙ্গে স্মার্টফোন তালিকায় জায়গা করে নিল ইনটেক্স। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী এই স্মার্টফোনের দাম ২,৮৩৫ টাকা। কালো, ধুসর ও সাদা রঙে মিলবে অ্যাকোয়া ভিফাইভ স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ফোনে রয়েছে ৩.৫ ইঞ্চি এইচভিজিএ(320x480p) টিএফটি রেজলিউশন ডিসপ্লে।
ডুয়াল সিম কার্ড স্লট।
১গিগাহার্টজ প্রসেসর
২৫৬এমবি র‌্যাম
৫১২এমবি ইন্টারনাল স্টোরেজ
৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা
এলইডি ফ্লাশ সমতে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা
১,১০০mAh ব্যাটারি
থ্রিজি, ব্লুটুথ, ওয়াই-ফাই ও মাইক্রো ইউএসবি কানেকটিভিটি।

 

Read More