Home> প্রযুক্তি
Advertisement

অ্যাকোয়া ডেজায়ার এইচডি স্মার্টফোন নিয়ে এল ইনটেক্স

নতুন অ্যাকোয়া ডেজায়ার এইচডি স্মার্টফোন লঞ্চ করল ইনটেক্স। অ্যাকোয়া ডেজায়ার স্মার্টফোনের পরবর্তী সংস্করণ এই ফোন পাওয়া যাবে ৮,৯৯০ টাকায়।

অ্যাকোয়া ডেজায়ার এইচডি স্মার্টফোন নিয়ে এল ইনটেক্স

ওয়েব ডেস্ক: নতুন অ্যাকোয়া ডেজায়ার এইচডি স্মার্টফোন লঞ্চ করল ইনটেক্স। অ্যাকোয়া ডেজায়ার স্মার্টফোনের পরবর্তী সংস্করণ এই ফোন পাওয়া যাবে ৮,৯৯০ টাকায়।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস প্রযুক্তিতে চলা অ্যাকোয়া ডেজায়ার এইচডি স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে।
স্ক্রিন রেজলিউশন ৭২০x১২৮০ পিক্সেল
১ জিবি র‌্যাম ও ১.৪গিগাহার্টজ মিডিয়া টেক এমটি৬৫৯২এম অক্টা-কোর প্রসেসরে চলবে এই স্মার্টফোন
রয়েছে এলইডি ফ্লাশ যুক্ত ১০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
৫ মেগা পিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা
মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৮জিবি ইন্টারনাল স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে
ডুয়াল সিমের সুবিধা রয়েছে
এছাড়াও ২,০০০এমAh ব্যাটারি, এফএম রেডিও, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএসের সুবিধা রয়েছে এই স্মার্টফোনে।

 

Read More