Home> প্রযুক্তি
Advertisement

ভারতে ৭,৪৪৪ টাকায় ফোরজি স্মার্টফোন নিয়ে এল ইনটেক্স

ভারতের বাজারে নতুন ফোরজি স্মার্টফোন লঞ্চ করল ইনটেক্স। দাম ৭,৪৪৪ টাকা।

ভারতে ৭,৪৪৪ টাকায় ফোরজি স্মার্টফোন নিয়ে এল ইনটেক্স

ওয়েব ডেস্ক: ভারতের বাজারে নতুন ফোরজি স্মার্টফোন লঞ্চ করল ইনটেক্স। দাম ৭,৪৪৪ টাকা।

অ্যাকোয়া টার্বো ফোরজি স্মার্টফোনের বৈশিষ্ট্য-

৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে
১২৮০X৭২০ রেজলিউশন
১.০ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
১‍ জিবি র‌্যাম
৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
৩২জিবি মাইক্রো এসডি কার্ড

এর সঙ্গেই রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট স্ন্যাপার। ৩০০০ mAh ব্যাটারি চালিত ফোনে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ও হটস্পট অপশন।

 

 

 

Read More