Home> প্রযুক্তি
Advertisement

এবার পোস্টপেইড-এও দুর্দান্ত অফার জিও-র

  প্রিপেইডের পর এবার পোস্টপেইড। প্রথমে ভাবনাচিন্তা না থাকলেও, আকাশছোঁয়া চাহিদা দেখে এবার পোস্টপেইড অফার চালু করল জিও। পোস্টপেইডের ক্ষেত্রেও নানা রকম অফার দিচ্ছে তারা।

এবার পোস্টপেইড-এও দুর্দান্ত অফার জিও-র

ওয়েব ডেস্ক :  প্রিপেইডের পর এবার পোস্টপেইড। প্রথমে ভাবনাচিন্তা না থাকলেও, আকাশছোঁয়া চাহিদা দেখে এবার পোস্টপেইড অফার চালু করল জিও। পোস্টপেইডের ক্ষেত্রেও নানা রকম অফার দিচ্ছে তারা।

ফ্রি ভয়েস কল, ফ্রি আনলিমিটেড ডেটা, নো রোমিং চার্জ- প্রিপেইড এর ক্ষেত্রে এরকম একাধিক অফার নিয়ে এসেছে জিও। প্রতি জিবি ডেটার জন্য মাত্র ৫০ টাকা। মাসিক ১৪৯ টাকায় ডেটা প্যাক। এবার পোস্টপেইড পরিষেবায় ১৯ টাকা দিয়েই ৪জি রিচার্জ করাতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, মাত্র ১৪৯ টাকা থেকে ৪,৯৯৯ টাকা পর্যন্ত পোস্টপেইড প্যাক পাবেন গ্রাহকরা। পাশপাশি ১৯, ১২৯, ২৯৯ এই ৩টি প্যাকেও আপনি পোস্টপেইড রিচার্জ করাতে পারবেন। থাকছে ১০০টা ফ্রি এস এম এস-এর সুবিধাও। দেখে নিন জিও-র পোস্টপেইড প্ল্যানগুলি-

fallbacks

Read More