ওয়েব ডেস্ক : ফ্রিডম-২৫১ ও ডকস মোবাইল-X1-এর পর এবার ভারতের বাজার আসতে চলেছে ৪৪৯ টাকায় ফোন। KIWO নামে একটি সংস্থা বাজারে আনছে এই ফোনটি। আজ থেকেই পাওয়া যাবে এই ফোনটি। নাম রাখা হয়েছে KIWO Jeevan Phone।
ফোনটির জন্য রেজিস্টার করতে আপনাকে ক্লিক করতে হবে নিচের লিঙ্কে-
http://www.kiwomobiles.com/Default.aspx
এবার এক নজরে দেখে নিন এই ফোনটিতে কী কী থাকছে-
সংস্থার ওয়েবসাইট অনুসারে ফোনটিতে থাকছে ক্যামেরা, ভিডিও তোলার সুযোগ, এফএম, ক্যালকুলেটর, ভিডও ও অডিও প্লেয়ার। এছাড়াও থাকছে শক্তিশালী ব্যাটারি।
রেজিস্টার করা পাশাপাশি ফোনটি কিনতে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কে-
http://www.kiwomobiles.com/Payout.aspx?Pid=1
ফ্রিডম-২৫১ ও ডকস মোবাইল-X1 নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই বুক করে ফোনটির ডেলিভারি পাননি। তাই এবার এই সংস্থাটি তাদের ডেলিভারির বিষয়ে অত্যন্ত সতর্ক বলে সংস্থার তরফে জানানো হয়েছে।