Home> প্রযুক্তি
Advertisement

স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!

জানা গিয়েছে, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে আগামী ফেব্রুয়ারী মাসেই লঞ্চ হতে পারে এই ফোনটি।

স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!

নিজস্ব প্রতিবেদন: আজ থেকে ১৫ বছর আগের কথা! ২০০৪ সালে লঞ্চ করেছিল Motorola-র পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। লঞ্চের মাত্র চার বছরের মধ্যে প্রায় ১৩ কোটি Moto Razr V3 বিক্রি হয়েছিল। ওই সময় মোবাইল ফোনের দুনিয়ায় Motorola-র এই ফোনটির চাহিদা যে তুঙ্গে ছিল, এই সংখ্যাই তার প্রমাণ। এ বার স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr! জানা গিয়েছে, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে আগামী ফেব্রুয়ারী মাসেই লঞ্চ হতে পারে এই ফোনটি।

আরও পড়ুন: ভোটার কার্ডে তথ্য ভুল আছে? জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি

সম্প্রতি মার্কিন পত্রিকা ‘ওয়াল স্ট্রিট’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে পারে Moto Razr ফোনটি। এই প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে মার্কিন মুলুকে Moto Razr-এর দাম হতে পারে প্রায় ১,৫০০ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১ লক্ষ ৪ হাজার টাকার সমান)। বর্তমানে Motorola তবে Lenovo-র মালিকানাধীন। আর Moto Razr লঞ্চের বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু জানা যায়নি Lenovo-র পক্ষ থেকে।

Read More