Home> প্রযুক্তি
Advertisement

সারা দেশে বিনামূল্যে কল করুন বিএসএনএল ল্যান্ডলাইন থেকে

ল্যান্ডলাইন থেকে সারা দেশের যেকোনও নম্বরে বিনামূল্যে কল করার সুবিধা নিয়ে এল বিএসএনএল। আগামী ১ মে থেকে দেশের যেকোনও নম্বরে, ল্যান্ডলাইন বা মোবাইল, রাতে ফ্রি কল করা যাবে বিএসএনএল ল্যান্ডলাইন থেকে।

সারা দেশে বিনামূল্যে কল করুন বিএসএনএল ল্যান্ডলাইন থেকে

ওয়েব ডেস্ক: ল্যান্ডলাইন থেকে সারা দেশের যেকোনও নম্বরে বিনামূল্যে কল করার সুবিধা নিয়ে এল বিএসএনএল। আগামী ১ মে থেকে দেশের যেকোনও নম্বরে, ল্যান্ডলাইন বা মোবাইল, রাতে ফ্রি কল করা যাবে বিএসএনএল ল্যান্ডলাইন থেকে।

মোবাইল ফোনের যুগে দেশে হারিয়ে যেতে বসেছে ল্যান্ডলাইন। আর তাই ল্যান্ডলাইন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্রি কল চালু করল বিএসএনএল। এই স্কিমের আওতায় থাকবে সবরকম ল্যান্ডলাইন জেনারেল প্ল্যান, গ্রাম ও শহর এলাকায়, স্পেশাল প্ল্যান ও কম্বো প্ল্যান(ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড)। ট্রাই(TRAI)-এর নতুন তথ্য অনুযায়ী দীর্ঘদিন দেশের ল্যান্ডলাইন মার্কেটে রাজত্ব করার পর গত ফেব্রুয়ারি মাসে এয়ারটেলের রমরমায় মুখ থুবড়ে পড়েছে বিএসএনএল।

 

About the Author
Read More