Home> প্রযুক্তি
Advertisement

Paytm-র নতুন ফিচার্সগুলো অবশ্যই জেনে নিন

ডিজিট্যাল পেমেন্ট ফার্ম পেটিএম খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে। বহু মানুষ ক্যাসলেস লেনদেনের জন্য পেটিএম ব্যবহার করেন। সেই পেটিএমই নতুন কিছু ফিচার্স যোগ করেছে। যাতে পেটিএম ব্যবহারকারীরা আরও সহজে পেটিএম ব্যবহার করতে পারেন। জেনে নিন সেগুলো কী কী-

Paytm-র নতুন ফিচার্সগুলো অবশ্যই জেনে নিন

ওয়েব ডেস্ক: ডিজিট্যাল পেমেন্ট ফার্ম পেটিএম খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে। বহু মানুষ ক্যাসলেস লেনদেনের জন্য পেটিএম ব্যবহার করেন। সেই পেটিএমই নতুন কিছু ফিচার্স যোগ করেছে। যাতে পেটিএম ব্যবহারকারীরা আরও সহজে পেটিএম ব্যবহার করতে পারেন। জেনে নিন সেগুলো কী কী-

১) স্ব-ঘোষিত ব্যবসায়ীরা ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে সরাসরি নিজের অ্যাকাউন্টে গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন এয়ারটেল, ভোডাফোনের স্পীডকে ছাপিয়ে গেল রিলায়েন্স জিও-র ডাউনলোড স্পীড

২) এবার পেটিএমে টাকা আদান-প্রদান আরও সহজ।

৩) পেটিএম ব্যবহারকারীরা এবার পেটিএম কমিউনিটি ফোরামও ব্যবহার করতে পারবেন। যেখানে তাঁরা তাঁদের পেটিএম সংক্রান্ত সমস্ত জিজ্ঞাসা করতে পারবেন।

আরও পড়ুন ফ্লিপকার্টের উচ্চপদস্থ অফিসাররা কত টাকা বেতন পান জানেন?

আরও পড়ুন নাম বদলে যাচ্ছে Yahoo-র

Read More