Home> প্রযুক্তি
Advertisement

১,০৭,৭০৬ ফুট উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলল Redmi Note 7!

এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে Redmi Note 7।  দেখুন সেই ভিডিয়ো...

১,০৭,৭০৬ ফুট উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলল Redmi Note 7!

নিজস্ব প্রতিবেদন: জানুয়ারি মাসে লঞ্চ হয় Xiaomi-র বাজেট স্মার্টফোন Redmi Note 7। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ! এ ছাড়াও এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। কিন্তু কতটা মজবুত বা টেকসই Redmi Note 7? ক্রেতাদের তার প্রমাণ দিতে আসরে নেমেছিলেন খোদ Redmi-র সিইও লু ওয়েইবিং। ওই সময় সংস্থার প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যায় Redmi Note 7-কে কখনও চপিং বোর্ড হিসাবে, তো কখনও আখরোট ভাঙার কাজে ব্যবহার করছেন লু ওয়েইবিং।

আও পড়ুন: ঘুমের মধ্যে যুবক গিলে ফেললেন Apple AirPod! তারপর...

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গেল, Redmi Note 7 মহাকাশে পাড়ি দিয়েছে সেখান থেকে ছবি তুলতে। এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে Redmi Note 7। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩১,০০০ মিটার (১ লক্ষ ৭ হাজার ৭০৬ ফুট) উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলেছে Redmi Note 7। সম্প্রতি চিনের একটি সোশ্যাল মিডিয়ায় Xiaomi-র প্রধান লেই জুন একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। আর তাতেই সামনে এসেছে Redmi Note 7-এর নতুন এই কীর্তি।

দেখুন সেই ভিডিয়ো...

Read More