Home> প্রযুক্তি
Advertisement

Cloud-based Desktop: বাড়িতে দরকার জাস্ট একটা টিভি স্ক্রিন! মাত্র ৪০০ টাকায় CPU ছাড়াই দেদার কম্পিউটর...

Reliance Jio: লায়েন্স জিওর ব্রডব্যান্ড পরিষেবায় এই সুবিধা মিলবে একেবারেই বিনামূল্যে। অন্যথায় তা কেনা যাবে ৫ হাজার ৪৯৯ টাকায়। তবে আপাতত এটা রয়েছে ফ্রি ট্রায়াল মোডে। ওয়েট লিস্ট দেখে দেখে জিওপিসি তার পরিষেবা শুরু করবে।

Cloud-based Desktop: বাড়িতে দরকার জাস্ট একটা টিভি স্ক্রিন! মাত্র ৪০০ টাকায় CPU ছাড়াই দেদার কম্পিউটর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কম্পিউটার দুনিয়ায় বিপ্লব এনেছে জিও। টিভিকেই এবার করে তোলা যাবে সম্পূর্ণ কম্পিউটার। রিলায়েন্স জিও ঘোষণা করেছে তাদের প্রথম ক্লাউড-ভিত্তিক ডেস্কটপ প্ল্যাটফর্ম JioPC। এটি কোনও বাস্তব কম্পিউটার নয় বরং একটি ভার্চুয়াল ডেস্কটপ, যা যে কোনও স্ক্রিনে ব্যবহার করা যাবে pay-as-you-go মডেলের মাধ্যমে। প্রতি মাসে মাত্র ₹৪০০ টাকায়, ইউজাররা পাবেন-

আরও পড়ুন, India’s Deadliest New Brahmastra: ১০০০০ Kmph গতিতে ১৫০০ কিমি রেঞ্জ! ব্যর্থ হবে S-400-THAAD, পলকে ধ্বংস করবে ভারতের...

এআই-ভিত্তিক ভার্চুয়াল কম্পিউটার অ্যাক্সেস, ভাইরাস ও ম্যালওয়্যার থেকে নেটওয়ার্ক স্তরে সুরক্ষা, ৫১২ জিবি ক্লাউড স্টোরেজ, JioPC-তে হাই-এন্ড হার্ডওয়্যার লাগবে না, যেকোনো সাধারণ ডিভাইস থেকেই এই পরিষেবা ব্যবহার করা যাবে। এটি শিক্ষার্থী, ছোট ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও আধুনিক সমাধান হতে পারে। 

JioPC চালাতে কিছু নির্দিষ্ট জিনিসের প্রয়োজন হবে: Jio সেট-টপ বক্স, একটি মনিটর বা ডিসপ্লে, যা HDMI কেবল দিয়ে সেট-টপ বক্সে সংযুক্ত করা যাবে, কী-বোর্ড এবং মাউস। তবে JioPC শুধুমাত্র JioFiber ও Jio AirFiber গ্রাহকদের জন্যই উপলব্ধ থাকবে, কারণ এই সেট-টপ বক্স কেবল ওই সংযোগগুলোর সঙ্গেই যুক্ত। অর্থাৎ, শুধুমাত্র বিদ্যমান এবং নতুন JioFiber বা AirFiber গ্রাহকরাই JioPC ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও-র দাবি, এই সেটআপটি "one-size-fits-all" — যার মানে হলো খুব বড় বিনিয়োগ ছাড়াই এটি চালানো যাবে, কিন্তু এতে এমন পারফরম্যান্স ও ফিচার থাকবে যা কমপক্ষে ₹৫০,০০০ টাকার একটি সাধারণ পিসি-র সমতুল্য। এটি ভার্চুয়াল ও এআই-সক্ষম পিসি অভিজ্ঞতা এনে দেবে তুলনামূলকভাবে কম খরচে। JioPC একটি প্লাগ-অ্যান্ড-প্লে সেটআপ, যা আপনার ডিসপ্লে, মনিটর, এমনকি টিভিকেও একটি পূর্ণাঙ্গ পিসিতে রূপান্তর করতে পারে। এটি রিলায়েন্স জিও-র নিজস্ব ক্লাউড-ভিত্তিক অপারেটিং সিস্টেম চালায়, যেখানে আপনি ব্যবহার করতে পারবেন:

Jio Workspace

Microsoft Office

Adobe Express

Jio দাবি করেছে, এই প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ AI টুল ও জনপ্রিয় অ্যাপ্লিকেশন-এর এক্সেস থাকবে। মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানে কিছু অ্যাপ ও টুলের প্রিমিয়াম ভার্সনের সাবস্ক্রিপশন-ও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা তাদের অ্যাপ ও ডেটা ৫১২GB ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। JioPC-এর মূল ফোকাস হলো "on-demand computing" — অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং ক্ষমতা বাড়ানো যাবে। এটি তাদের জন্য উপযুক্ত যারা বেশি দামী পিসি কিনতে পারেন না কিন্তু AI এবং প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করতে চান।

মাসিক প্ল্যান শুরু হচ্ছে ₹৪০০ থেকে সকল ব্যবহারকারীর জন্য এক মাস ফ্রি ট্রায়াল উপলব্ধ। JioPC এমন একটি সাশ্রয়ী সমাধান যা ভার্চুয়াল কম্পিউটিং-এর নতুন দিগন্ত খুলে দিতে পারে ভারতে। উল্লেখ্য, দেশের ৭০ শতাংশ বাড়িতে রয়েছে টিভি। অন্যদিকে কম্পিউটার রয়েছে মাত্র ১৫ শতাংশ বাড়িতে। কিন্তু এবার জিও চাইছে এই ছবিটা বদলে দিতে। কেবল সেট-টপ বক্স ব্যবহার করেই টিভিকে করে তোলা যাবে কম্পিউটার। 

আরও পড়ুন,Alien Spacecraft To Attack Earth: বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীই মিলছে! নভেম্বরেই পৃথিবীতে আক্রমণ ভিনগ্রহী মহাকাশযানের, গবেষকদের চাঞ্চল্যকর দাবিতে হাড়হিম...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More