Home> প্রযুক্তি
Advertisement

জিও নিয়ে নতুন কী কী ঘোষণা করলেন মুকেশ আম্বানি?

মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ব্লকবাস্টার ঘোষণা করলেন। ১৭০ দিনে ১০০ মিলিয়ন গ্রাহক অর্জন করে ফেলেছে জিও। জিও কর্নধার মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ১ এপ্রিল থেকে রিলায়েন্স জিও ট্যারিফ প্ল্যান চালু করতে চলেছে। এই ট্যারিফ প্ল্যানে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি থাকবে। আর কী কী বললেন তিনি?

জিও নিয়ে নতুন কী কী ঘোষণা করলেন মুকেশ আম্বানি?

ওয়েব ডেস্ক: মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ব্লকবাস্টার ঘোষণা করলেন। ১৭০ দিনে ১০০ মিলিয়ন গ্রাহক অর্জন করে ফেলেছে জিও। জিও কর্নধার মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ১ এপ্রিল থেকে রিলায়েন্স জিও ট্যারিফ প্ল্যান চালু করতে চলেছে। এই ট্যারিফ প্ল্যানে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি থাকবে। আর কী কী বললেন তিনি?

১) ১ এপ্রিল থেকে জিও-র ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে।

২) জিও-র সমস্ত ট্যারিফ প্ল্যানে যেকোনও নেটওয়ার্কে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি।

আরও পড়ুন জানেন জিও-র পরবর্তী পদক্ষেপ কী?

৩) প্রোমো অফার শেষ হয়ে গেলে ১ এপ্রিলের পর থেকে জিও-র নেটওয়ার্কে কোনও রোমিং নেই।

৪) প্রাইম মেম্বারশিপ ঘোষণা করেছে জিও। প্রথম ১০০ মিলিয়ন গ্রাহক জিও-র এই প্রাইম মেম্বারশিপ অটোমেটিক্যালি পেয়ে যাবেন।

আরও পড়ুন শুধু 4G নয়, এবার 2G-3G ফোনেও ব্যবহার করুন জিও! জানুন কীভাবে

৫) জিও-র প্রাইম মেম্বাররা ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার এনজয় করতে পারবেন।

৬) একবার ৯৯ টাকা প্রতি বছরে ফি দিয়ে গ্রাহকেরা জিও-র প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।

 

Read More