Home> প্রযুক্তি
Advertisement

২৫ জিবি অতিরিক্ত ডেটা পেতে পারেন জিও গ্রাহকরা! জানুন কীভাবে

২৫ জিবি অতিরিক্ত ডেটা পেতে পারেন জিও গ্রাহকরা! জানুন কীভাবে

ওয়েব ডেস্ক: রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য দারুণ খবর। শুধু জিও ব্যবহারকারীদের জন্যই নয়, সুখবর রয়েছে ইনটেক্সের ৪জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যেও। এবার ইনটেক্স ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা, যাঁরা জিও গ্রাহকও বটে, তাঁরা পেয়ে যাবেন অতিরিক্ত ২৫ জিবি ডেটা। কিন্তু কীভাবে পাবেন এই অতিরিক্ত ডেটা?

জানেন কবে থেকে শুরু হবে জিও ফোনের ডেলিভারি?

ইনটেক্স এবং রিলায়েন্স জিও-র যুগ্ম সহযোগিতায় জিও গ্রাহক এবং ইনটেক্স ৪জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ অফার। এই অফারে ৩০৯ কিংবা তার থেকে বেশি টাকার রিচার্জ করলেই গ্রাহকেরা প্রতি রিচার্জে ৫ জিবি করে ডেটা অতিরিক্ত পেয়ে যাবেন। এই অফারে কোনও গ্রাহক সবথেকে বেশি ৫ বার রিচার্জ করতে পারবেন।

৯০ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের অফার BSNL-র

Read More