Home> প্রযুক্তি
Advertisement

Tata Nano: চমকপ্রদ দামে অন্য রূপে ফিরছে ন্যানো, থাকছে দুরন্ত সব ফিচারস...

Tata Nano: সেফটি ফিচারের মধ্যে রয়েছে ৪টি এয়ার ব্যাগ, এবিএস, চাইল্ট সিট মাউন্টিং, রিয়ার সেন্সিং ও ক্যামেরা, স্টিল বডি, সিট বেল্ট রিমাইন্ডার

Tata Nano: চমকপ্রদ দামে অন্য রূপে ফিরছে ন্যানো, থাকছে দুরন্ত সব ফিচারস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজারে ফিরছে টাটা ন্যানো(Tata Nano)। এবার নতুন রূপে। ফিচারস, মাইলেজ, দাম একেবারে নতুন। ছোট পরিবারের জন্য তৈরি করা হয়েছে টাটার এই গাড়ি। ছোট গাড়ি হিসেবে পার্কিংয়ের সুবিধে ও শহরের ব্যাস্ততম রাস্তায় চালানোর সুবিধে এই গাড়ি। অ্যালয় হুইল, এলইডি ল্য়াম্প, নতুন রূপের ন্যানোতে দেওয়া হয়েছে অনেককিছুই।

নতুন এই টাটা ন্যানোতে দেওয়া হয়েছে ৬২৪ সিসি ট্যুইন  সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। ৫১ নিউটন মিটার টর্ক। সিএনজি ও ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির। 

টাটার দাবি, এক লিটার পেট্রোলে এই গাড়ি চলবে ২৬ কিলোমিটার। অবশ্য ইকো মোডে। জ্বালানির ট্যাঙ্কে দেওয়া হয়েছে ২৪ লিটারের। চলবে ৫৫০ কিলোমিটার। মাত্র ৫ সেকেন্ডে এটি গতি তুলতে পারবে শূন্য থেকে ৬০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

গাড়িতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চির টাচস্কিন ইনফরমেশন সিস্টেম। ডিজিটাল ড্রাইভার ক্লাস্টার, ব্লু টুথ, ইউএসবি পোর্ট, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লকিং সিস্টেম, সান রুফ ও রিক্লাইনিং ফ্রন্ট সিট। 

আরও পড়ুন-ক্যামপাসে ভেঙে পড়ল বিমান! পোড়া শরীরে স্কুল থেকে বেরিয়ে এল পড়ুয়ারা, বিপন্ন কমপক্ষে ৩০...

আরও পড়ুন-মারাত্মক! অবতরণের পরই রানওয়ে থেকে পিছলে গেল এয়ার ইন্ডিয়ার বিমান...

সেফটি ফিচারের মধ্যে রয়েছে ৪টি এয়ার ব্যাগ, এবিএস, চাইল্ট সিট মাউন্টিং, রিয়ার সেন্সিং ও ক্যামেরা, স্টিল বডি, সিট বেল্ট রিমাইন্ডার।

কোম্পানির পরিকল্পনা রয়েছে পেট্রোল মডেলের পাশাপাশি বাজারে আনা হবে ন্যানো ইলেকট্রিক ও সিএনজির গাড়ি। একবার চার্জ দিলে ২৫০ কিলোমিটার চলবে ইলেকট্রিক গাড়ি।

টাটা ন্যানোর এই গাড়ির এক্স শো রুম দাম পড়বে ২.৮০ লাখ। কিছু ফিচারস বাদ দিলে দাম পড়বে ১.৪৫ লাখ টাকা। ইভি মডেলের দাম পড়তে পারে ৫-৭ লাখ টাকা। মিলবে ইএমআইয়ের সুযোগও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More