Home> প্রযুক্তি
Advertisement

রং নিয়ে রংবাজি করবেন নাকি ইন্টারনেটে? (খেলুন ধাঁধা)

আপনার স্ক্রিন-এ যে রংটা আসছে, বলুন তো সেটা নীল না সবুজ? ভাবছেন কী বলবেন? আপনার মতই এখন গোটা বিশ্ব ভাবছে এই রংটা নিয়ে। উত্তর কখনও মিলছে ঠিক আবার কখনও মিলছে ভুল। তবে উত্তর ঠিক হোক বা ভুল, ইন্টারনেট বিশ্ব এখন দ্বিধা বিভক্ত ঠিক কোন রংয়ের দিকে নেটিজেনজের চোখ রয়েছে।

 রং নিয়ে রংবাজি করবেন নাকি ইন্টারনেটে? (খেলুন ধাঁধা)

ওয়েব ডেস্ক : আপনার স্ক্রিন-এ যে রংটা আসছে, বলুন তো সেটা নীল না সবুজ? ভাবছেন কী বলবেন? আপনার মতই এখন গোটা বিশ্ব ভাবছে এই রংটা নিয়ে। উত্তর কখনও মিলছে ঠিক আবার কখনও মিলছে ভুল। তবে উত্তর ঠিক হোক বা ভুল, ইন্টারনেট বিশ্ব এখন দ্বিধা বিভক্ত ঠিক কোন রংয়ের দিকে নেটিজেনজের চোখ রয়েছে।

সম্প্রতি একটি মার্কিন সংস্থা নেটিজেনদের উপর রং নিয়ে একটি ধাঁধার প্রয়োগ করে। সেই ধাঁধার উত্তর অনুসারে ঠিক করা হয় ইন্টারনেট বিশ্বে মানুষ এই মুহূর্তে ঠিক কোন রংটিকে পছন্দ করছেন।

আপনিও খেলতে পারেন ধাঁধাটি এই লিঙ্কে ক্লিক করে-

Read More