Home> প্রযুক্তি
Advertisement

মার্কিন নিশানার পর হঠাৎ বিগড়ে গেল টিকটক! সংস্থা বলছে ট্রাফিকের সমস্যা, কারণটা কী?

সংস্থা বলছে সাধারণ দিনগুলির থেকে বেশি ট্রাফিক থাকার জন্যই এই বিপত্তি।

মার্কিন নিশানার পর হঠাৎ বিগড়ে গেল টিকটক! সংস্থা বলছে ট্রাফিকের সমস্যা, কারণটা কী?

নিজস্ব প্রতিবেদন: হঠাৎ বিগড়ে গেল টিকটক। সমস্যায় পড়লেন বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকটক ব্যবহারকারীরা। তাঁদের ভিডিয়ো থেকে উড়ে গেল সব লাইক। তবে কিছুক্ষণে পরেই সমাধান নিয়ে ফিরল সংস্থা।

ভারতে আগেই নিষিদ্ধ টিকটক। কিন্তু কেন এমনটা হলো? সংস্থা বলছে সাধারণ দিনগুলির থেকে বেশি ট্রাফিক থাকার জন্যই এই বিপত্তি। বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছেন আমরা কারণ তদন্ত করছি। কোনও তথ্য পেলে জানানো হবে।

আরও পড়ুন: ভারতে Tiktok-এর বিকল্প প্ল্যাটফর্ম Reels নিয়ে এল Instagram!

তবে টিকটক নিয়ে প্রবল কূটনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা বারবারই টিকটক-সহ চিনা অ্যাপ নিষিদ্ধ করার সুর টেনে কথা বলে যাচ্ছে। একসঙ্গে টিকটককে নিশানা করেছেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন ও ভাইস প্রেসিডেন্ট পেন্স। তার মধ্যেই টিকটকের এই বিগড়ে যাওয়া চাঞ্চল্যকর। ভারতে টিকটক ব্যান করার সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছিল আমেরিকা। পম্পেও জানিয়েছিলেন টিকটকের বিষয় গুরুত্ব দিয়ে দেখেছে হোয়াইট হাউস। তবে এই ঘটনায় সংস্থা স্পষ্ট করেই বলেছে অধিক ট্রাফিকের জন্যই এই সমস্যা।

Read More