Home> প্রযুক্তি
Advertisement

নতুন ২টি সস্তা প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone!

নতুন এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলের পাশাপাশি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন Vodafone-এর গ্রাহকরা। রয়েছে আরও সুযোগ-সুবিধা!

নতুন ২টি সস্তা প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone!

নিজস্ব প্রতিবেদন: Jio-র একের পর দুর্দান্ত অফারের ধাক্কায় এখন অনেকটাই কমেছে দেশের ডেটা প্যাকের দাম। Jio-র অফারের চাপে এখন প্রায় কোণ ঠাসা দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি। Jio-কে টেক্কা দিতে নিজেদের প্রিপেড গ্রাহদের অনেক বেশি হাই স্পিড ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে BSNL। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এ বার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Vodafone। ১৩৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যানে গ্রাহকদের একসঙ্গে অনেক কিছু দিচ্ছে Vodafone।

১৩৯ টাকার নতুন এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলের পাশাপাশি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন Vodafone-এর গ্রাহকরা।

নতুন এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা।

১৩৯ টাকার নতুন এই প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের পাশাপাশি গ্রাহকরা মোট ২ জিবি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

এই প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS করার সুযোগ পাচ্ছেন Vodafone-এর প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

আরও পড়ুন: নতুন গ্রাহক টানতে প্রিপেডে ২৫ গুণ অতিরিক্ত ডেটা দিচ্ছে BSNL!

১৩৯ টাকার এই প্রিপেড প্ল্যানটি ছাড়াও ১১৯ টাকার প্রিপেড ডেটা প্ল্যান লঞ্চ করেছে Vodafone। ২৮ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।

Read More