ওয়েব ডেস্ক: শুধু কি একাই বাজার মাত করবে রিলায়েন্স জিও! তা হতে দিতে চায় না আন্তর্জাতীক টেলিকম সংস্থা ভোডাফোন। তাই আগামী বছরের মার্চের মধ্যেই ভারতের ২৪০০ শহরে ফোর জি পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া। আর তখন সমগ্র পশ্চিমবঙ্গে মিলবে ভোডাফোন ফোর-জি।
ভোডাফোনের এই আগমনে বিশেষ সুযোগ থাকছে কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গের জন্য। একটি দৈনিকের খবর অনুসারে, সংস্থার তরফে জানানো হয়েছে যে, বঙ্গে যেসব গ্রাহকরা বর্তমানে ভোডাফোন ফোর জি ব্যবহার করেন তাঁরা তাঁদের টু-জি বা থ্রি-জি সিমটিকে ফোর-জিতে আপগ্রেড করালে বিণামূল্যে ২ জিবি ডেটা পাবেন।
উল্লেখ্য, সম্প্রতি খরগপুরে ফোর-জি পরিষেবার সূচনা করেছে ভোডাফোন।