Home> প্রযুক্তি
Advertisement

হোয়াটস অ্যাপের নতুন ফিচার্স! জানুন কীভাবে এখনই পাবেন

হোয়াটস অ্যাপের একঘেয়ে ফিচার্স ব্যবহার করতে করতে বিরক্ত বোধ করছেন? তাহলে আপনার জন্য দারুন খবর। এবার আপনার একঘেয়েমি কাটাতে হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার্স। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য।

হোয়াটস অ্যাপের নতুন ফিচার্স! জানুন কীভাবে এখনই পাবেন

ওয়েব ডেস্ক: হোয়াটস অ্যাপের একঘেয়ে ফিচার্স ব্যবহার করতে করতে বিরক্ত বোধ করছেন? তাহলে আপনার জন্য দারুন খবর। এবার আপনার একঘেয়েমি কাটাতে হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার্স। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য।

আরও পড়ুন 3G/4G ডেটা ট্যারিফ অনেক কমিয়ে দিল এই সার্ভিস প্রোভাইডরেরা!

হোয়াটস অ্যাপে চ্যাটিং করার সময় এতদিন ফন্ট নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন না। এবার নতুন ফিচার্সের মাধ্যমে হোয়াটস অ্যাপেও নিজের ইচ্ছামতো ফন্ট বদলাতে পারবেন। নতুন ফন্ট হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েডের v2.16.179 বেটা ভার্সনে পাওয়া যাবে।

কিন্তু কীভাবে নতুন ফন্ট ব্যবহার করবেন?

যে শব্দটিতে আপনি ফন্ট বদলাতে চাইছেন, তার আগে এবং পরে (`) এই চিহ্ন ব্যবহার করুন। তাহলেই ফন্ট বদলে যাবে।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের কতটা ক্ষতি হচ্ছে জানেন?

Read More