নিজস্ব প্রতিবেদন: দৈনন্দিন জীবনযাত্রায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার সব তথ্য সাবাড় করে নিতে পারে হ্যাকাররা। কিংবা আর্থিক তছরূপের ঘটনাও ঘটতে পারে।
দিল্লি পুলিসের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, অভিনব উপায়ে হোয়াটসঅ্যাপের সব তথ্য নিয়ে নিচ্ছে হ্যাকাররা। প্রথমে হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে হ্যাকাররা মোবাইল নম্বরে আসা ৬ সংখ্যার পিন কোড চাইছে। কেউ সেটাকে হোয়াটসঅ্যাপের প্রযুক্তি দলের বার্তা হিসেবে ভেবে পিন কোড দিয়ে দিলেই হোয়াটসঅ্যাপ চলে যাচ্ছে হ্যাকারদের হাতের মুঠোয়।
যে কেউ সহজেই ভাবতে পারেন যে হোয়াটসঅ্যাপ কোম্পানি এই পিন কোড চাইছে। কিন্তু আদপে কোনও এক অসাধু ব্যক্তি কলকাঠি নেড়ে হোয়াটসঅ্যাপ হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় "টু স্টেপ ভেরিফিকেশন" অন করে রাখা। এছাড়া খুব সাবধানে পিন কোড ব্যবহারে জোর দিতে বলছেন দিল্লি পুলিসের আধিকারিকরা।
আরও পড়ুন:ট্রাম্পের প্রচারে নিষিদ্ধ নাৎসি প্রতীক! পোস্ট মুছে ফেলল ফেসবুক