আমির কন্যা
বুধবার বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা আমির খানের কন্যা আয়রা খান।

Soumita Mukherjee
Jan 04, 2024

ফিটনেস ট্রেনার
সেলিব্রিটি ফিটনেস ট্রেনার নূপুর শিখরেকে বিয়ে করলেন আমির কন্যা আয়রা।

জগিংয়ের পোশাকে
জগিংয়ের পোশাকে প্রায় ৮ কিলোমিটার জগিং করে আয়রাকে বিয়ে করতে আসেন নূপুর।

আইনি বিয়ে
মুম্বইয়ের বান্দ্রার এক সাততারা হোটেলে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন আয়রা ও নূপুর।

আমিরের প্রথম স্ত্রী
বিয়েতে আমির খানের পাশাপাশি উপস্থিত ছিলেন, আমিরের প্রথম স্ত্রী-আয়রার মা রীনা দত্তও।

দ্বিতীয় স্ত্রী
দেখতে পাওয়া গেছে আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং লাল শাড়িতে হাজির ছিলেন নূপুরের মা।

বিয়ের আগের অনুষ্ঠান
বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের বিয়ের আগের নানা অনুষ্ঠান শুরু হয়েছে।

দুই ছেলে
বুধবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের দুই ছেলে জুনেদ এবং আজাদও।

মারাঠি সাজ
মঙ্গলবার ছিল তাঁদের হলদি অনুষ্ঠান। আমিরের দুই প্রাক্তন স্ত্রী-কে সেই অনুষ্ঠানে মারাঠি সাজে দেখতে পাওয়া গেছে।

VIEW ALL

Read Next Story