শাহরুখ-আমির ১৩ জানুয়ারি আয়রার রিসেপশনে দেখতে পাওয়া গেছে বলিউডের কিং খান শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরীকেও। আমিরের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে আয়রাকে শুভেচ্ছা জানাতে পৌঁছালেন তাঁরা।
Soumita Mukherjee
Jan 14, 2024
আয়রা খান মুম্বইয়ে অনুষ্ঠিত হল আমির কন্যা আয়রা খান এবং সেলিব্রিটি ফিটনেস ট্রেনার নুপূর শিখরের রিসেপশন। লাল লেহেঙ্গায় সকলের নজর কাড়লেন আয়রা।
সপরিবারে মুম্বইয়ের এই অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন আমির খান। তবে এইদিন দেখতে পাওয়া যায়নি আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে। উপস্থিত ছিলেন আমিরের দুই ছেলে আজাদ এবং জুনেদও।