শুভেচ্ছা বার্তা নতুন বছরে প্রিয় মানুষদের জানান শুভেচ্ছা বার্তা। জেনে রাখুন বছরের প্রথম দিন সাধারণ Happy Near Year উইশের বদলে কী লিখে শুভেচ্ছা জানাবেন তাঁদের।
Debasmita Das
Dec 30, 2023
১. আশাকরি এই নতুন বছরটি তোমার জীবনে আনন্দ এবং সারপ্রাইজে ভরে উঠবে। তুমি জীবনে যা চাও তা এই নতুন বছরেই জন্য সার্থক হয়। হ্যাপি নিউ ইয়ার।
২. এই বছর তোমার বাড়ি খুশিতে ভরে উঠুক, আমি হৃদয় থেকে তোমাকে জানাই নববর্ষের শুভেচ্ছা।
৩. কেউ হেরেছে, কেউ জিতেছে। তবে অবশেষে এ বছর পার হলো। এবার শুধু খুশির বছর, শুভ জন্মদিন।
৪. আমি নিশ্চিত নতুন বছর অনেক সুখ নিয়ে আসবে, নতুন বছরের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা নিও।
৫. জীবনের প্রতিটি পদে তুমি সাফল্য পাও, শুভ নববর্ষের শুভেচ্ছা রইল।
৬. "নতুন বছরে জীবন হয়ে উঠুক রামধনুর মতোই রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। হ্যাপি নিউ ইয়ার!"