দোলের রঙ
চলতি বছরে একই দিনে পড়েছে দোল এবং হোলি, রঙ খেলার পর কীভাবে ওঠাবেন রঙ? জেনে নিন।

Anustup Roy Barman
Mar 24, 2024

গরম জল
রঙ খেলে আসার পর আমরা আগেই জল দিয়ে মুখ ধুয়ে ফেলি, তা না করে ব্যবহার করতে পারেন গরম জল।

নারকেল তেল
যেকোনও ধরনের নোংরা তুলতে নারকেল তেলের থেকে ভালো কিছু হয়না। তা রঙ খেলার আগে এবং পরে মাখুন নারকেল তেল।

মুলতানি মাটি
স্নানের সময় মাখুন মুলতানি মাটি, এই উপাদান আপনার ত্বকে কিছুটা স্ক্রাবারের মতো কাজ করে।

দুধ
রঙ খেলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, ব্যবহার করুন দুধ, এতে সহজে রঙও উঠবে আর ত্বকও থাকবে আর্দ্র।

ওটসের প্যাক
আমাদের সকলের বাড়িতে এখন ওটস থাকে, সেই ওটসই অল্প একটুখানি দুধে মিশিয়ে মেখে ফেলুন। লাভ হবে আপনারই।

লেবু
লেবুতে থাকা অ্যাসিড, আপনার ত্বকে থাকা রঙের দাগ তুলবে খুব সহজেই।

পেপে
ত্বকের জন্য় খুবই উপকারী হল পেপে। এই ফল একটু বেটে লাগালেই পাবেন উপকার, রঙও উঠবে তারাতারি।

ডিম
রঙ খেলে এসে ডিমের কুসুম লাগান ত্বকে, রঙও উঠবে তারাতারি এবং আপনার ত্বকে পুষ্টিও বৃদ্ধি পাবে।

আটা এবং লেবু
৫ চামচ আটা এবং ২ চামচ লেবু একসঙ্গে মিশিয়ে ৩০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। সহজেই রঙ উঠে যাবে।

VIEW ALL

Read Next Story