এই বাদামের আছে বহু গুণ! কোলেস্টেরল বজায় রেখে হার্টকে সুস্থ রাখে...

Rajat Mondal
Aug 07, 2025

ভরপুর নিউট্রিয়েন্ট
হ্যাজেলনাটে আছে অনেক গুণ। এছাড়া রয়েছে প্রচুর নিউট্রিয়েন্টস।

খারাপ কোলেস্টেরল কমায়
এই বাদাম মোনোস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর। এছাড়া আছে ওলেইক অ্যাসিড। এই বাদাম খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়।

হার্টের প্রদাহ কমায়
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ভিতে ভরপুর থাকে এই বীজ। যা হার্টের প্রদাহ কমাতে সাহায্য করে।

ক্যানসারের ঝুঁকি কমায়
ফেনলিক এবং ভিটামিন ই উপাদানে ভরা এই বাদাম। শরীররে অস্কিডেটিভ স্ট্রেস কমায়। এছারা ক্যানসারের মতো কঠিন রোগের ঝুঁকিও কমায়।

ফাইবারে ভরপুর এই বাদাম
কার্বের পরিমাণ খুব কম থাকে হ্যাজেলনাটে। ফাইবারে ভরপুর এই বাদাম। এই বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুব কম থাকে যা রক্তে শর্করার পরিমাণ বজায় রাখতে সাহায্য করে।

ইনসুলিনের পরিমাণ ঠিক রাখে
এই বাদামের ম্যাগনেশিয়াম রক্তে ইনসুলিনের পরিমাণ ঠিক রাখে। ডায়াবেটিস ২-র জন্য এই বাদাম খুবই উপযোগী।

অ্যালজাইমারের ঝুঁকি কমায়
ভিটামিন ই, ফোলেট, এবং সাস্থ্যকর ফ্য়াট কগনিটিভ কার্যকরিতাকে ঠিক রাখে। এছাড়া অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও কমায়।

স্বাস্থ্যকর ফ্যাট বজায় থাকে
এই বাদাম ঠিকভাবে খেলে শরীরে ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট বজায় থাকে।

হাড়কে মজবুত রাখে
ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ হাড়কে মজবুত করে।

হজমে সাহায্য করে
এই বাদামে উচ্চ ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেয়।

VIEW ALL

Read Next Story