Home> দুনিয়া
Advertisement

চিনে এক বাড়ি থেকে উদ্ধার ২১৩টি ডায়নোসরের ডিম, একটি গোটা কঙ্কাল

চিনের এক বাড়ি থেকে উদ্ধার হল ২১৩টি ডায়নোসরের ডিমের জীবাশ্ম। উদ্ধার হয়েছে একটি ডায়নোসরের কঙ্কালও। চিনের হিউয়ান সিটিতে গত ২০ বছর ধরেই চলছিল বেআইনি খননকাজ। সেই অঞ্চলের বহু পরিবারের বিরুদ্ধেই বাড়িতে জীবাশ্ম রাখা ও নিলামে বিক্রির অভিযোগ রয়েছে।

চিনে এক বাড়ি থেকে উদ্ধার ২১৩টি ডায়নোসরের ডিম, একটি গোটা কঙ্কাল

ওয়েব ডেস্ক: চিনের এক বাড়ি থেকে উদ্ধার হল ২১৩টি ডায়নোসরের ডিমের জীবাশ্ম। উদ্ধার হয়েছে একটি ডায়নোসরের কঙ্কালও। চিনের হিউয়ান সিটিতে গত ২০ বছর ধরেই চলছিল বেআইনি খননকাজ। সেই অঞ্চলের বহু পরিবারের বিরুদ্ধেই বাড়িতে জীবাশ্ম রাখা ও নিলামে বিক্রির অভিযোগ রয়েছে।

fallbacks

পাচারের আওতায় না পড়ায় জীবাশ্ম বিক্রি সহজ ভাবেই চলে নিলামে। গত জুন মাসে একটি বাড়িতে বিস্ফোরণ হওয়ায় বেরিয়ে পড়েছিল বেশ কিছু ডায়নোসরের জীবাশ্ম। তবে বিজ্ঞানী ও গবেষকরা পৌঁছনোর আগেই তা কবজা করে নিয়েছিল স্থানীয় গ্রামবাসীরা।

এদিন চিনের এক বাড়ি থেকে সিটাকোসরাসের সম্পূর্ণ কঙ্কাল উদ্ধার করে হিউয়ান প্রদেশর পুলিস। যার বয়স অন্তত ৬ থেকে ১০ কোটি বছর।

 

 

Read More