Home> দুনিয়া
Advertisement

ইয়েমেনে জঙ্গি হানায় মৃত ৩০ সেনা জওয়ান

কিছুদিন আগেই ISIS জঙ্গিদের হামলায় প্রাণ যায় ৫০ জন ইয়েমেনের সেনাকর্মীর। আজ ফের ইয়েমেনের অদেন শহরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৩০ জন জেনা জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন বহু।

ইয়েমেনে জঙ্গি হানায় মৃত ৩০ সেনা জওয়ান

ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই ISIS জঙ্গিদের হামলায় প্রাণ যায় ৫০ জন ইয়েমেনের সেনাকর্মীর। আজ ফের ইয়েমেনের অদেন শহরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৩০ জন জেনা জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন বহু।

খবরে প্রকাশিত, জঙ্গিরা একটি জনবহুল এলাকায় এই আত্মঘাতী বোমাটি রাখে। সেই সময় সেখানে সেনাবাহিনীর সদস্যরা বেতনের টাকা তুলতে এসেছিল। ভিড়ে ঠাসা গোটা এলাকাটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায়।

গত কয়েক বছর ধরেই ISIS ও আল-কায়েদা জঙ্গিরা ইয়েমেনকে টার্গেট করে চলেছে। দফায় দফায় আক্রমণও চালিয়েছে সেখানে। প্রাণ গেছে বহু মানুষের।

Read More