Home> দুনিয়া
Advertisement

সমুদ্র সৈকতে পড়ে ৩২ ফিট-এর বিশাল তিমি, দেখেছেন

সমুদ্র সৈকতে পড়ে ৩২ ফিট-এর বিশাল তিমি, দেখেছেন

ওয়েব ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেইরিওর সমুদ্র সৈকতে উদ্ধার করা হল ৩২ ফিট লম্বা একটি তিমি। যা দেখে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রায় ২৪ ঘণ্টা ধরে বিশাল আকৃতির ওই তিমিটি রিওর সমুদ্র সৈকতে পড়ে ছিল। সেই সঙ্গে আরও একটি তিমিকেও উদ্ধার করেন স্থানীয়রা।

ওই খবর ছড়াতেই কমপক্ষে ৩০০ জন হাজির হয়ে যান সমুদ্র সৈকতে। এবং, তাঁরা একযোগে ৩২ ফিট লম্বা ওই তিমিটিকে উদ্ধার করেন।

এরপরই বিশালাকার ওই তিমির ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুক সহ অন্য সোশ্যাল সাইটগুলিতে। পাশাপাশি পর্যটকরাও বিশালাকৃতির ওই তিমির আশপাশে দাঁড়িয়ে নিজস্বী তুলতে শুরু করেন।

fallbacks

Read More