Home> দুনিয়া
Advertisement

মক্কায় মতৃ ভারতীয় হজযাত্রীর সংখ্যা ছুঁল ৩৫

মক্কায় পদপিষ্ট হয়ে মৃত হয়যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩৫ ছুঁল। খবর জানিয়ে টুইট করেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

মক্কায় মতৃ ভারতীয় হজযাত্রীর সংখ্যা ছুঁল ৩৫

ওয়েব ডেস্ক: মক্কায় পদপিষ্ট হয়ে মৃত হয়যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৩৫ ছুঁল। খবর জানিয়ে টুইট করেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

গতকাল মোট ৬ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরমধ্যে ৪ জন গুজরাতের বাসিন্দা, একজন ঝাড়খণ্ড ও একজন বিহারের বাসিন্দা। গুজরাতের বাসিন্দাদের নাম মহম্মদ ইউনুস রহিমভাই মনসুরি, বিবি ইসমাইল, মেহরুন্নিসা হানিফ ও মহম্মদ ইউসুফ সিকন্দরমিঞা মালিক। মৃত্যু হয়েছে বিহারের জৈবুন নিশা ও ঝাড়খণ্ডের নশিমা খাতুনের। 

সৌদি কর্তৃপক্ষ এরমধ্যেই ১,০৯০ জন মৃত হজযাত্রীর প্রকাশ করেছে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ। অন্যান্য মৃতদের মধ্যে রয়েছেন ৭ জন কেরলের বাসিন্দা। এর হলেন-ফাজিজ আবদুল মুনির ভিত্তিল, অমিনা বিভি মহম্মদ শাফি মুসালিয়ার, আবদুল রহিমান আসারিথোদি, পুতু ভিত্তিল কুনহিমন ও মৈনুদ্দিন আবদুল কাদের। উত্তরপ্রদেশের আনওয়ার জানহা।ঝাড়খণ্ডের মনসুরুল হক।

শনিবার ৮ জন(কেরল ২, ঝাড়খণ্ড ২, গুজরাত ২, কর্ণাটক ১ ও উত্তর প্রদেশ ১), শুক্রবার ১৪ জন(গুজরাত ৯, ঝাড়খণ্ড ২, তামিল নাড়ু ২, মহারাষ্ট্র ১) ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

 

 

Read More