জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন পার্কে চলছিল হই-হুল্লোড়। তার মাঝখানেই ঘটে গেল এক ভয়ংকর বিপত্তি। বিনোদন পার্কের ঠিক মধ্যিখানে বসানো ছিল ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইড। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবের পাহাড়ি শহর তাইফের জনপ্রিয় রিসোর্ট আল হাদা এলাকায় অবস্থিত গ্রিন মাউন্টেন বিনোদন পার্কে। যান্ত্রিক ত্রুটির কারণেই আচমকা ভেঙে পড়ে ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইডটি। দুর্ঘটনার জেরে আহত হন ২৩ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইড কী?
৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান রাইড হল ৩৬০ ডিগ্রি ঘোরে এমন একটি রাইড। যেখানে পেন্ডুলামের মতো একটি কেন্দ্রীয় ঘূর্ণায়মান খুঁটিতে আরোহীদের এদিক-ওদিক ঘোরানো হয়। সেই রাইড যখন ভর্তি ঠিক তখনই কেন্দ্রীয় খুঁটিটি দু ভাগে বিভক্ত হয়ে যায়। ভেঙে পড়ে। প্রথমে একটি ফাটলের শব্দ শোনা যায়। তারপরই বিকট জোরে আওয়াজ। বৃত্তাকার গন্ডোলাটি যাত্রীদের নিয়ে মাটিতে পড়ে যায়।
রাইডে সওয়ার যুবক-যুবতী, শিশু-মহিলা-পুরুষ থেকে সবাই উত্তেজনায় চিৎকার করছিলেন। আচমকা কয়েক সেকেন্ডের মধ্যেই, তাঁদের সেই আনন্দ আতঙ্কে পরিণত হয়। ভেঙে পড়ে কেন্দ্রীয় খুঁটিটি। দুর্ঘটনার জেরে কেউ আসন থেকে ছিটকে পড়েন মাটিতে। আবার কেউ গন্ডোলার সঙ্গেই সজোরে মাটিতে পড়ে তীব্র আঘাত পান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পার্কটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)