Home> দুনিয়া
Advertisement

Crime News: জোর করে একরত্তি মুখে হুইস্কি 'ঢেলে দিল' ঠাকুমা, দুষ্টুমির 'ভয়ঙ্কর' শাস্তি!

অভিযোগ, মেয়ের উপর শাশুড়ির অত্যাচার দাঁড়িয়ে দেখে শিশুটার মা।

Crime News: জোর করে একরত্তি মুখে হুইস্কি 'ঢেলে দিল' ঠাকুমা, দুষ্টুমির 'ভয়ঙ্কর' শাস্তি!

নিজস্ব প্রতিবেদন: একটু দুষ্টুমি করেছিল চার বছরের মেয়েটা। যার চরম শাস্তি দিল ঠাকুমা। অভিযোগ, গায়ের জোরে নাতনির মুখে মদ ঢেলে দেয় সে। শরীরে অ্যালকোহল মাত্রা অসম্ভব বেড়ে যাওয়ায় মৃত্যু হল একরত্তির।

ঘটনাটি ঘটেছে, আমেরিকার লুসিয়ানায়। অভিযুক্তে নাম Roxanne, বয়স ৫৩। অভিযোগ, জোর করে চার বছরের নাতনিকে অর্ধেক বোতল হুইস্কি খাইয়েছে এই মহিলা। এখানেই শেষ নয়, যখন সে এই কাণ্ড ঘটাচ্ছে, তখন নাকি সেখানেই উপস্থিত ছিলেন শিশুটির মা Kajah। সমস্ত কিছু দেখেও শাশুড়িতে থামায়নি সে।

এরপর চার বছরের শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে, পরীক্ষা করে দেখা যায়, শরীরে অ্যালকোহলের মাত্র অসম্ভব বেড়ে গিয়েছে। পরে শিশুটির মৃত্যু হয়। অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিস। শিশুটির মা'কেও গ্রেফতার করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More