Home> দুনিয়া
Advertisement

Bangladesh: বাংলাদেশে গ্রেফতার মায়ানমারের আরাকান আর্মির ৬ সদস্য!

Bangladesh: ধৃতদের কাছে পাওয়া গেল নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

Bangladesh: বাংলাদেশে গ্রেফতার মায়ানমারের আরাকান আর্মির ৬ সদস্য!

সেলিম রেজা ও মুন্না খান, নারায়ণগঞ্জ:  বদলের বাংলাদেশে গ্রেফতার মায়ানমারের রোহিঙ্গা দ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) পাঁচ সদস্য-সহ ৬ জন। ধৃতদের কাছে পাওয়া গেল নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

ধৃতেরা হল আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ, আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, য়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মহম্মদ হাসান। তাঁদের বিরুদ্ধে  সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিস।

কীভাবে গ্রেফতার? গোপন সূ্ত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার  সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালায়  র‌্যাব। সেই অভিযানেই ধরা পড়ে আসামীরা। ধৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিসের কাছে হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এর আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে ধৃতরা। 

বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, 'মায়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে'। ওসি আরও জানান 'ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত'। 

আরও পড়ুন:  Journalist Rape Case: ইউনূসের বাংলাদেশে নারী নিরাপত্তা কোথায়? ঢাকাতেই গণলালসার শিকার মহিলা সাংবাদিক...

আরও পড়ুন:  Sunita Williams: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়লেন সুনীতা, কবে পৌঁছবেন পৃথিবীতে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More