Home> দুনিয়া
Advertisement

Saudi Arabia Imports Sand: নিজের দেশের অনন্ত বালি ব্যবহার করতে পারে না আরব! আমদানি করে রাশি রাশি বালি...আশ্চর্য!

Why Saudi Arabia Imports Sand: নির্মাণকাজের জন্য অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি নিয়ে আসে সৌদি আরব। কিন্তু তাদের মরুভূমির বালি থাকতেও কেন তাদের বালি আমদানি করতে হয়?

Saudi Arabia Imports Sand: নিজের দেশের অনন্ত বালি ব্যবহার করতে পারে না আরব! আমদানি করে রাশি রাশি বালি...আশ্চর্য!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরব (Saudi Arabia) তো বালির (Sands) মহাসমুদ্র। কিন্তু সেই বালি তারা ব্যবহার করতে পারে না। অন্য দেশ থেকে বালি আমদানি করে! কেন নিজেদের দেশের বালি তারা ব্যবহার করতে পারে না, সেটা একটা আশ্চর্য বিষয়।

দেশ, যার প্রায় পুরোটাই বালি

এ এমন এক দেশ, যার প্রায় পুরোটাই বালি। কিন্তু সেই দেশকেও নাকি বাইরের দেশ থেকে বালি আমদানি করতে হয়! কেন? এ দেশের নাম আরব। সৌদি আরব। জানা গিয়েছে, সৌদির ৯৫ শতাংশ এলাকাই বালির মরুভূমি। কিন্তু সেই বালি ব্যবহার করতে পারে না তারা। নির্মাণকাজের জন্য অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি নিয়ে আসে সৌদি আরব। 

আরও পড়ুন: Vande Bharat Train Booking: বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এল যুগান্তকারী বদল! এখন থেকে মাত্র ১৫ মিনিট...

কেন?

কিন্তু নিজেদের দেশের বিস্তীর্ণ মরুভূমির বিপুল বালি থাকতেও কেন আরবীয়দের অন্য দেশ থেকে বালি আমদানি করতে হয়? কারণটা পুরোপুরি বিজ্ঞান-- আসলে আরবের মরুভূমির বালি বহু বছর ধরে বাতাসের ক্ষয়ের মুখে পড়ে। এর ফলে বালির কণাগুলি গোলাকার আকৃতি পেয়ে যায় ও মসৃণ হয়ে যায়। 

নির্মাণে 

কিন্তু এ ধরনের বালি দিয়ে নির্মাণকাজ করা কঠিন। মরুভূমির এই রকম বালি দিয়ে কংক্রিটের কিছু তৈরি করা খুবই সমস্যার। বড় বড় নির্মাণকাজের জন্য রুক্ষ ও কৌণিক আকৃতির বালির দানার প্রয়োজন পড়ে। আর এই ধরনের বালি আরবের মরুভূমিতে পাওয়াই যায় না। এই বালি বরং পাওয়া যায় নদীগর্ভে, হ্রদে, সমুদ্রে। এ ধরনের বালি কংক্রিটকে আরও শক্তিশালী করে তোলে। সৌদি আরবের এই পরিস্থিতি একটি বড় সমস্যাকে তুলে ধরে। সেটা হল, নির্মাণশিল্পে প্রয়োজনীয় বালির ঘাটতি। তথ্য বলছে, বিশ্বে প্রতি বছরে প্রায় ৫০ বিলিয়ন টন বালি ব্যবহৃত হয়। কিন্তু পৃথিবীতে বালির অভাব না থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই সেই বালি তেমন একটা কাজে লাগে না।

আরও পড়ুন: Uttarkashi Cloudburst Watch: উদভ্রান্ত উত্তরকাশী! ভয়াল মেঘভাঙা বৃষ্টিতে মুছে গেল গ্রাম! চাপা পড়ল ঘরবাড়ি, গাছপালা, মানুষজন...

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সারা বিশ্বেই বালি রফতানি করে। বিপুল পরিমাণ বালি। বালি রফতানিতে তারা বিশ্বে দ্বিতীয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More